Rape Representational Image Photo Credit: File Image

সরস্বতী পুজোর দিন জয়নগরে (Jaynagar) ধর্ষণের ঘটনা। ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হল এক মহিলাকে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হাসপাতালে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই গৃহবধূকে দিনকয়েক আগেই এক ব্যক্তি অপহরণ করেছিল। তারপর জয়নগেরর জাঙ্গালিয়া গ্রামের ওই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণেরর পর ওড়না গলায় ফাঁসিয়ে খুন করার চেষ্টা করে অভিযুক্ত। তবে কোনওভাবে সেই যাত্রায় বেঁচে যায় ওই মহিলা।

পরিচিত ব্যক্তি মূল অভিযুক্ত

জানা যাচ্ছে, গৃহবধূকে যে ধর্ষণ করেছে সে তাঁর পরিচিত এবং সেও বিবাহিত এবং সে মগরাহাটের বাসিন্দা। তবে কে এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসিন্দারা জানাচ্ছেন, এদিন সকালের দিকে পুজোর জোগাড় করার সময় পাশের মাঠ থেকে এল মহিলার গোঙানির শব্দ শোনা যায়। সন্দেহ হওয়ায় কয়েকজন ওই জায়গায় গিয়ে দেখে এক মহিলা মাটিতে পড়ে কাতড়াচ্ছেন।

ঘটনার তদন্তে পুলিশ

তাঁরাই খবর দেয় পুলিশে। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে পরিস্থিতি অবনতি ঘটলে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।