Accident Cas flips 5 times (Photo Credits: X)

মুজাফরপুর, ২ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভ স্নান সেরে ফেরার পথে দুর্ঘটনার শিকার যাত্রী বোঝাই গাড়ি। মারা গেলেন ৫ জন তীর্থযাত্রী। মৃতরা প্রত্যেকেই নেপালি। নেপাল থেকে মহাকুম্ভ (MahaKumbh 2025) এসেছিলেন তাঁরা। কিন্তু দেশে আর ফেরা হল না। মাঝপথেই সব শেষ। দুর্ঘটনায় গাড়িতে থাকা আরও চারজন গুরুতর জখম হয়েছেন।

শনিবার বিহারের (Bihar) মুজাফরপুর জেলার মধুবানী চার লেনের বাইপাসে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে মোট ৯ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। নেপালের জনকপুরের বাসিন্দা তাঁরা। স্বপরিবারে প্রয়াগরাজ এসেছিলেন কুম্ভ স্নান করতে। স্নান সেরে ফেরার পথে শনিবার দুর্ঘটনার মুখে পরে যাত্রিবাহী গাড়ি। দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ জানাচ্ছে, এক বাইক চালক বাইপাসে বিপজ্জনক স্টান্ট করছিলেন। স্টান্টরত বাইকের সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে দ্রুতগতিতে আসা স্করপিও এসইউভি গাড়িটি পাশ কাটিয়ে সোজা গিয়ে পথ বিভাজিকায় সজোরে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে যাত্রী বোঝাই গাড়িটি একবার, দুবার নয়, পরপর পাঁচবার ডিগবাজি খায়। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। কাঁচ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। গাড়ির টায়ার ভেঙে ভিতরে ঢুকে গিয়েছে। চারিদিক রক্তের দাগে ভরে গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। চিকিৎসকেরা জানাচ্ছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।