Photo Credits: ANI

মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ (Santacruz) এলাকা থেকে চার মাদক পাচারকারীকে (drug peddlers) গ্রেফতার করল মুম্বই অ্যান্টি নারকোটিস সেলের (Mumbai Police Anti Narcotics Cell) বান্দ্রা ইউনিট (Bandra Unit)।

ধৃতদের কাছ থেকে চরস (Charas) ও গাঁজা (Ganja) বাজেয়াপ্ত (seized) করা হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে (NDPS Act) মামলা দায়ের করা হয়েছে। আদালতে তোলা হলে ধৃত চারজনকেই পুলিশ হেফাজতে (Police custody) পাঠানো হয়েছে।