মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ (Santacruz) এলাকা থেকে চার মাদক পাচারকারীকে (drug peddlers) গ্রেফতার করল মুম্বই অ্যান্টি নারকোটিস সেলের (Mumbai Police Anti Narcotics Cell) বান্দ্রা ইউনিট (Bandra Unit)।
#WATCH | Bandra Unit of Mumbai Police Anti Narcotics Cell arrested four drug peddlers and seized Charas and Ganja from their possession. The peddlers were arrested from Santacruz area. The seized drugs are worth Rs 1.18 crores in the international market. Case registered under… pic.twitter.com/pIvQNtRItl
— ANI (@ANI) October 14, 2023
ধৃতদের কাছ থেকে চরস (Charas) ও গাঁজা (Ganja) বাজেয়াপ্ত (seized) করা হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে (NDPS Act) মামলা দায়ের করা হয়েছে। আদালতে তোলা হলে ধৃত চারজনকেই পুলিশ হেফাজতে (Police custody) পাঠানো হয়েছে।
Bandra Unit of Mumbai Police Anti Narcotics Cell arrested four drug peddlers and seized Charas and Ganja from their possession. The seized drugs are worth Rs 1.18 crores in the international market. All four accused were sent to Police custody. https://t.co/bBXUbfJrOw pic.twitter.com/zNK9ub44xM
— ANI (@ANI) October 14, 2023