
মুম্বই, ১৯ মার্চ: আরিয়ান খান (Aryan Khan) যখন জেলে ছিলেন, সেই সময় তাঁকে জল, সিগারেট দিয়ে সাহায্য করেছেন। মুম্বইয়ের আর্থার রোড জেলে শাহরুখ-পুত্রের যখন দিন কাটছিল, সেই সময় তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবার এমনই দাবি করলেন অভিনেতা আজাজ খান (Ajaz Khan)। বিগ বস ৭-এর প্রাক্তন প্রতিযোগী সম্প্রতি একটি পডকাস্টে হাজির হন। আর সেখানে হাজির হয়েই নিজের জেল জীবনের কথা যেমন প্রকাশ্য়ে আনেন আজাজ খান, তেমনি শাহরুখ-পুত্র (Shah Rukh Khan Son) এবং শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) সাহায্যের দাবি করেন তিনি।
শুনুন কী বললেন আজাজ খান...
View this post on Instagram
আরিয়ান খানকে নিয়ে কী বলেন আজাজ খান
আজাজ জানান, শাহরুখ-পুত্র আরিয়ান যখন মুম্বইয়ের আর্থার রোড জেলে ছিলেন, সেই সময় তিনি তাঁকে সাহায্য করেন। আরিয়ানের জন্য তিনি জল, সিগারেটের ব্যবসস্থা তিনি করেছিলেন। জেলের ভিতরে আর কী -ই বা করতে পারেন বলে জানান আজাজ। এসবের পাশাপাশি আরিয়ান খানকে জেলের ভিতরের গুন্ডা এবং মাফিয়াদের হাত থেকেও আজজাজ খান রক্ষা করেছেন বলে দাবি করেন।
শিল্পা শেট্টির স্বামীকে সাহায্য
জেলে থাকাকালীন শিল্পা শেট্টিের স্বামী রাজ কুন্দ্রাকেও তিনি সাহায্য করেছেন বলে জানান আজাজ খান। রাজ কুন্দ্রাকে ব্র্য়ান্ডেড কোম্পানির জল যেমন তিনি যোগান দেন, তেমনি মানসিকভাবেও শক্ত রাখার চেষ্টা করেন। এসবের পাশাপাশি বিস্কুট, পাউরুটির যোগানও তিনি রাজ কুন্দ্রাকে করে দিয়েছিলেন বলে দাবি করেন আজাজ।
তবে জেল থেকে বেরিয়ে রাজ কুন্দ্রা সব ভুলে গিয়েছেন। সেই কারণে আজাজ খানকে কুন্দ্রা আর মনে রাখেননি। এমনকী রাজ-শিল্পার বাড়ির বড় বড় পার্টিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয় না বলে জানান আজাজ খান।