
হোলির রাতে উত্তরপ্রদেশের বারানসীতে (Varanasi) শ্যুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। বুধবার এই ঘটনায় এক যুগলকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, মৃত যুবকের সঙ্গে ধৃত তরুণী প্রেমের সম্পর্ক ছিল। আগামী কয়েকমাসের মধ্যে তাঁদের বিয়েও ছিল। কিন্তু এরমধ্যেই আরও এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই কারণেই যার সঙ্গে বিয়ে করার কথা ছিল তাঁকে খুন করার পরিকল্পনা করে ওই তরুণী। এদিন এই ঘটনার পর্দাফাঁস করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
পরিকল্পনামাফিক প্রেমিককে খুন করায় তরুণী
জানা যাচ্ছে, হোলির দিন রাতের দিকে দিলজিতকে ওই তরুণী দেখা করকে বলে। সেদিনই রাতে দেখা করতে আসলে তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এটা নিছকই সাধারণ দেখা ছিল না। আগে থেকেই ওই তরুণী তাঁর নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে যুবককে খুনের পরিকল্পনা করে। কথা ছিল তরুণীর সঙ্গে দেখা করে যখন বাড়ি ফিরবে, তখন নতুন প্রেমিক তাঁকে গুলি করে খুন করবে।
গ্রেফতার দুই অভিযুক্ত
আর তা হয়ও। এদিন তরুণীর সঙ্গে দেখা করে স্কুটিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল দিলজিৎ। এদিকে কিছুটা দূরে একটি টেম্পোর পেছনে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল অভিযুক্ত যুবক। মাথায় কালো হেলমেট, সামনে কালো ব্যাগ, পরনে সাদা জামা ছিল তাঁর। অভিযুক্ত দিলজিৎকে দেখতে পেয়েই পিছু নেয় সে। কিছুটা দূরে গিয়ে গুলি ছোড়ে। সেই গুলি লাগে দিলজিতের বুকে। ঘটনায় মৃত্যু হয় তাঁর। এই ঘটনার তদন্তে নেমে বুধবারই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ