বারানসীতে (Varanasi) চিতাবাঘের আতঙ্ক। লোকালয়ে মধ্যে ঢুকে পড়েছে চিতাবাঘ। আর সেই আতঙ্কে বাইরে বেরোতে ভয় পাচ্ছেন গ্রামবাসী। শুক্রবার ঘটনাটি ঘটেছে চৌবেপুর এলাকা নাভাপুরা গ্রামে কামাক্ষা কলোনিতে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ ও বনবিভাগের আধিকারিকরা। যদিও কয়েকঘন্টা খোঁজাখুজির পরও ওই চিতাবাঘের খোঁজ পাওয়া যায়নি বলে খবর। এদিকে আহত যুবককে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। যেখানে তাঁর এখনও চিকিৎসা চলছে। যদিও তাঁর অবস্থা আপাতত স্থীতিশীল রয়েছে বলেই জানা যাচ্ছে।
আহত এক যুবক
সূত্রের খবর, এদিন সকালে গ্রামেরই বাসিন্দা অমিত নামে এক ব্যক্তির ওপর হামলা চালায় ওই চিতাবাঘ। তারপরেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সে। এরপর গ্রামবাসীরাই তড়িঘড়ি থানায় ও বন বিভাগে খবর দেয়। এলাকায় একটি সিসিটি ক্যামেরাতেও ধরা পড়ে ওই চিতাবাঘের ছবি। তারপরেই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জাল বিছানো হয়েছে বিভিন্ন এলাকায়।
দেখুন ভিডিয়ো
Varanasi, Uttar Pradesh: A leopard injured a youth in Navapura village, Chaubepur area, Varanasi. The injured is hospitalized. CCTV captured the leopard fleeing. Forest officials and police are on-site. pic.twitter.com/Zcy0PYhATU
— IANS (@ians_india) May 23, 2025
আতঙ্কিত গ্রামবাসী
জানা যাচ্ছে, জঙ্গল লাগোয়া এলাকা হলেও এখানে আগে কখনও ওই এলাকায় চিতাবাঘ আসেনি। তাই আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনকে। যদিও বনবিভাগের আধিকারিকরা মাইকিং করে সকলে বাইরে না বেরোনোর জন্য সতর্ক করছেন।