কোনও না কোনও অজুহাত দেখিয়ে আগে দু'বার হাজিরা এড়িয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান তথা ইউটিউবার সময় রায়না (Samay Raina)। ইন্ডিয়াস গট ল্যাটেন্ডে (India's Got Latent) বিতর্কিত মন্তব্য করা নিয়ে এর আগে রণবীর এলাহাবাদিয়া সহ অপূর্বা মাখিজা ও আশিষ চঞ্চলানি মহারাষ্ট্র সাইবার সেলে জেরার মুখে পড়েছিলেন। কিন্তু এই শো-এর প্রধান ক্রিয়েটার সময় রায়না আগে হাজিরা এড়িয়েছিলেন। আগামী ২৪ মার্চ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। এখন দেখার সে ওইদিন তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয় কিনা। প্রসঙ্গত, বিতর্কিত এই শো-তে রণবীর বাবা-মায়ের সঙ্গম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা নিয়ে দেশজুড়ে চরম সমালোচনার মুখে পড়়েন সময়-রণবীররা।
India's Got Latent case | Maharashtra Cyber Cell sends YouTuber Samay Raina a third summon asking him to appear before them on 24th March for questioning.
— ANI (@ANI) March 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)