Air India Express (Photo Credit: Wikipedia)

গত কয়েকদিনে একাধিক বিমান সংস্থাকে বোমাতঙ্কের (Bomb Threat) হুমকি দেওয়া হচ্ছিল। প্রথমে সোমবার, তারপর মঙ্গলবার, এক্স হ্যাণ্ডেলে এই সংক্রান্ত পোস্ট দেখে বিমান সংস্থাগুলি, বিমান বন্দরের নিরাপত্তা আধিকারিকরা উদ্বিগ্ন হয়ে পড়ে, তেমনই যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই এই আতঙ্কের কারণে দেশের একাধিক বন্দরে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তেমনই নিরাপত্তার কারণে বিমান ছাড়তে দেরি, কিংবা মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করানো হয় বেশ কয়েকটি বিমানকে। তবে কোনও বিমান থেকেই বোমা উদ্ধার হয়নি। তবে এই ভুয়ো খবর কে বা কারা রটালো, এই নিয়ে শুরু হয়ছিল তদন্ত।

বুধবার এই সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকও ছিল। সেই বৈঠকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নায়ডু, সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোর আধিকারিক ও ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনও উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে এই বৈঠকে ৩-৪ জন সন্দেহভাজনের নাম উঠে এসেছে। আর তাঁদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। তবে এই নামগুলি এখনই প্রকাশ্যে আনা যাহে না, কারণ এই তথ্যগুলুি অত্যন্ত সংবেদনশীল বলে আধিকারিকদের।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দিল্লি-শিকাগো এয়ার ইন্ডিয়া ফ্লাইট, জয়পুর-বেঙ্গালুরু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, দ্বারভাঙা-মুম্বই স্পাইসজেট, শিলিগুড়ি-বেঙ্গালুরু আকসা ফ্লাইটে বোমা রয়েছে এই খবর ছড়ানো হয়েছিল।