ফেসবুক (Photo Credits: Cnet)

নয়াদিল্লি: কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ফেসবুক মেটা (Meta)। বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা তৈরি হয়েছে তার ফলশ্রুতিতেই নিজেদের কর্মী সংখ্যা ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। এর ফলে কমপক্ষে ১২ হাজার কর্মী কর্মহীন হবেন বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি এই বিষয়ে ঘোষণা করেছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। তাঁর কথা অনুযায়ী, যাঁদের কাজের মান খারাপ এবং যাঁরা কোম্পানির চাহিদা অনুযায়ী কাজ করতে সক্ষম হচ্ছেন না তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর কথায়, অনেক কর্মীকে অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা বলা হলেও আসলে তাঁদের জোর করে কোম্পানি থেকে তাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এর মূল কারণ মেটার শেয়ার দাম কমে যাওয়া। আশা করা হয়েছিল যে মেটার প্রতিটি শেয়ার ৩৮০ ডলারে বিক্রি হবে। কিন্তু গত বছর এই  শেয়ারের মাত্র ৬০ শতাংশ দাম পাওয়া গিয়েছে। তাই নিউ ইয়র্কের ম্যানহাটনে থাকা একটি অফিসও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্ক জুকেরবার্গ।

আগামী দিনে পরিস্থিতির উন্নতি না হলে আরও কর্মী ছাঁটাই করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্ক জুকেরবার্গ। আগামী বছরের মধ্যে যে সমস্ত টিম ঠিকঠাক কাজ করছে না তাদের বদলে অন্যদিকে মনোনিবেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। ইতিমধ্যেই অনেক কর্মীকে বলে দেওয়া হয়েছে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে কোম্পানির অন্য কী কাজ তাঁরা করতে পারেন তা দেখে নিতে। না হলে তাঁদের ছাঁটাই করে দেওয়া হবে। আর বাইরে থেকে লোক হায়ার করে তাঁদের কাজ করানো হবে।