Nasal Vaccine Price Photo Credit: Twitter@DDNewslive

ইঞ্জেকশনের বদলে ন্যাজাল ভ্যাকসিনে (Nasal Vaccine) ইতিমধ্যেই  ছাড়পত্র দিয়েছে কেন্দ্র সরকার।যা  হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারাও। কো উইন অ্যাপে রেজিস্ট্রেশন করার পর  আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন। ছাড়পত্র পাওয়ার পরেই দাম নির্ধারন করতে বসেছিল ভ্যাকসিন প্রস্তুতকারি সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech)। মঙ্গলবার তারা ভ্যাকসিনের দাম নির্ধারণ করে ফেলেছে। সূত্রের খবর,  ৮০০ টাকাতে পাওয়া যাবে এই ন্যাজাল  ভ্যাকসিন। তবে অতিরিক্ত হিসাবে জি এস টি এবং হাসপাতালের চার্জ  গুনতে হবে গ্রহীতাকে।

ন্যাজাল ভ্যাকসিনের সুবিধাগুলো হল.

এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনও সুচ লাগে না। ফলে, কোনওরকম ক্ষত তৈরি বা সংক্রমণের সম্ভাবনা থাকে না

ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া খুব সহজ হওয়ায়, প্রয়োজন হয় না কোনও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর।

ভ্যাকসিন নেওয়ার পর যে যে পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হতে পারে, সেগুলি হলঃ-মাথা ব্যথা

জ্বর

নাক দিয়ে জল পড়া এবং হাঁচি হওয়া।