নতুন দিল্লি, ৩০ মে: অপেক্ষার শেষ হয়তো হতে চলেছে। আগামিকাল, সোমবার ৩১ মে ভারতের উপকুলে, কেরালায় ঢুকতে পারে বর্ষা। চলতি মরসুমে কিছুটা আগেই দেশে ঢুকতে চলার কথা বর্ষার (Monsoon)। সাধারণত জুনের শুরুতে দেশে বর্ষা ঢোকে, সেখানে মে মাসের একেবারে শেষদিনে ঢুকতে চলেছে বর্ষা। এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হতে চলেছে বলে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) সূত্রে জানা গিয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে ৭০%-র মত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। আরও পড়ুন: Coronavirus Cases in India: আশা জাগিয়ে ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ১,৬৫,৫৫৩
এবার প্রশ্ন আমাদের রাজ্য, পশ্চিমবাঙলায় (West Bengal) বর্ষা কবে আসবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় ৮ জুন নাগাদই বর্ষা ঢুকতে পারে। গতবার বর্ষা ঢুকতে বেশ কিছুটা দেরি হয়েছিল। বাংলায় বর্ষা প্রথমে পাহাড়ে আসে। এরপর আস্তে আস্তে তা ঘিরে বাংলাকে। আগামী ১৫ জুনের মধ্যে বর্ষা ঘিরে ফেলতে পারে দক্ষিণবঙ্গসহ সারা বাংলাকে।
এর মধ্যেই দেশে দুটো মাঝারি মাপের সাইক্লোন আসায় দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে। প্রথমে তকত-এর প্রভাবে কেরালা, তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টিপাত হয়। কেরালার তিরুবন্তপুরম, এর্নাকুলাম, কোট্টায়াম, ইদুক্কি, আলপুজ্জাহা অঞ্চলে প্রাক বর্ষার বৃষ্টিপাত হয়েছে। জম্মু-কাশ্নীর-লাদাখ, উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের নানা অঞ্চলেও প্রাক বর্ষার বৃষ্টিপাত হয়েছে। 'য়াস'-এর প্রভাব পশ্চিমবাঙলার উপকুলবর্তী অঞ্চল, কলকাতা সহ বিভিন্ন জেলা, ওডিশা, ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টিপাত হয়। তবে এবার সরকারীভাবে আসতে চলেছে বর্ষা।