নয়াদিল্লি: মণিপুরের (Manipur) মেইতেই চরমপন্থী সংগঠন (Meitei Extremist Organizations) ঘোষণা করার পর্যাপ্ত কারণ আছে কি না তা খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) গুয়াহাটি হাইকোর্টের (Gauhati High Court) বিচারপতি সঞ্জয় কুমার মেধির (Justice Sanjay Kumar Medhi) সমন্বয়ে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনাল (Unlawful Activities (Prevention) Tribunal) গঠন করেছে।
পিপলস লিবারেশন আর্মি (Peoples' Liberation Army) সাধারণত পিএলএ নামে যা পরিচিত এবং এর রাজনৈতিক শাখা রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট (আরপিএফ), ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (United National Liberation Front) (ইউএনএলএফ) এবং এর সশস্ত্র শাখা, মণিপুর পিপলস আর্মি (Manipur Peoples' Army) (এমপিএ), পিপলস রেভোলিউশনারি পার্টি। কাংলেইপাক (PREPAK) এবং এর সশস্ত্র শাখা, "রেড আর্মি", কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি) এবং এর সশস্ত্র শাখা, যাকে "রেড আর্মি", কাংলেই ইয়াওল কানবা লুপ (KYKL), সমন্বয় কমিটি (CorCom) বলা হয় এবং অ্যালায়েন্স ফর সোশ্যালিস্ট ইউনিটি কাংলেইপাক (ASUK) সহ তাদের সমস্ত দল, শাখা এবং ফ্রন্ট সংগঠনগুলিকে 'বেআইনি সমিতি' হিসেবে ঘোষণা করার বিষয়টি খতিয়ে দেখবে নবনিযুক্ত এই কমিটি। আরও পড়ুন: Silkyara Tunnel Rescued Workers Medical Checkup: অক্লান্ত পরিশ্রমের পর টানেল থেকে উদ্ধার ৪১ জন শ্রমিক, চলছে মেডিক্যাল চেকআপ (দেখুন ভিডিও)
Ministry of Home Affairs has constituted the Unlawful Activities (Prevention) Tribunal consisting of Justice Sanjay Kumar Medhi, Judge of the Gauhati High Court, for the purpose of adjudicating whether or not there is sufficient cause for declaring the Meitei Extremist… pic.twitter.com/5kFPnFKs27
— ANI (@ANI) November 29, 2023