ইম্ফল, ৬ জুলাই: ৫ জুলাই সবে সবে স্কুল খুলেছে মণিপুরে (Manipur)। স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত মণিপুর। এবার পশ্চিম ইম্ফলের একটি স্কুলের বাইরে গুলি করে খুন করা হল এক মহিলাকে। বুধবার পশ্চিম ইম্ফলের ওই স্কুলের বাইরে দুষ্কৃতীদের হাতে এক মহিলা খুন বলে রিপোর্টে প্রকাশ। ওই মহিলা কোনও সম্প্রদায়ভুক্ত, সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছু জানায়নি। খোঁজ চলছে বলে খবর।
জানা যাচ্ছে, পশ্চিম ইম্ফলের শিশু শিক্ষা নিকেতন নামে একটি স্কুলের বাইরে ওই মহিলাকে খুন করে দুষ্কৃতীরা। স্কুল খোলার একদিনের মধ্যে মহিলা খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
গত ৩ মে থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য।