Manipur 9Photo Credit: Twitter)

দিল্লি, ২ জুন: কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মণিপুর। সংঘর্ষদীর্ণ মণিপুরে এখনও পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৩১০ জন। একটি রিপোর্টে এমনই দাবি করা হয়। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তপশিলি ভুক্ত করতে হবে। এমনই দাবিতে সম্প্রতি কুকিদের সঙ্গে মেইতেইদের মত পার্থক্যের জেরে উত্তাল হয়ে ওঠে মণিপুর।

আরও পড়ুন:  Manipur Violence: 'অস্ত্র সমর্পণ করুন না হলে ফল ভুগতে হবে', অশান্ত মণিপুর নিয়ে কড়া অমিত শাহ

প্রসঙ্গত মণিপুরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে মেইতেইদের সংখ্য়া ৫৩ শতাংশ। যাঁদের বেশিরভাগ ইম্ফলে বসবাস করেন। অন্যদিকে মণিপুরের অপর দুই জনগোষ্ঠী নাগা এবং কুকিদের সংখ্যা এই রাজ্যে ৪০ শতাংশ। যাঁরা বেশিরভাগ মণিপুরের পাহাড়ি অঞ্চলে বসবাস করেন। মণিপুরে পাহাড় সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, সেখানেই নাগা এবং কুকি সম্প্রদায়ের মানুষের বসবাস। মেইতেইদের তপশিলিভক্ত করা হলে, অন্য জনগোষ্ঠী পিছিয়ে পড়তে পারে, এই আশঙ্কা থেকেই বিবাদ। যা ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে।