দিল্লি, ১ জুন: মণিপুর নিয়ে কড়া অবস্থান নিসেন অমিত শাহ (Amit Shah)। মণিপুরে (Manipur) সম্প্রতি সফরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে অবসরপ্রাপ্ত বিচরকদের নিয়ে একটি প্যানেল গঠন করেন তিনি। মণিপুরে যখন জ্বলে ওঠে, সেই সময় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করতেই ওই প্যানেল তৈরি করেন শাহ। এই প্যানেলের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা লঙ্ঘন করলে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
৩ দিনের সফরে মণিপুরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে বৈছক করেন অমিত শাহ। সেই সঙ্গে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও করেন বৈঠক। কী কারণে মণিপুরে অশান্তি সৃষ্টি হয়, তা খতিয়ে দেখা হবে। ফলে মণিপুরে কেউ নতুন করে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান শাহ।
পাশাপাশি মণিপুরকে যাঁরা অশান্ত করার চেষ্টা করছেন, তাঁরা অস্ত্র সমর্পণ করুন। না হলে উপযুক্ত পদক্ষেপর জন্য তৈরি থাকুন বলেও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।