Maha Kumbh In Prayagraj (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৩ জানুয়ারি: মহাকুম্ভ (Maha Kumbh 2025) উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে উত্তরপ্রদেশে। মহাকুম্ভ উপলক্ষ্যে ৫ কোটি পূণ্যার্থী মেলায় হাজির হতে পারেন বলে খবর। পূণ্যার্থীদের নিরাপত্তায় ৪০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে মহাকুম্ভ চত্ত্বরে। বিশ্বের সবচেয়ে বড় মেলা উপলক্ষ্যে ১.৫ লক্ষ তাবু তৈরি করেছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। মেলায় হাজির হওয়া মানুষের যাতে নিরাপত্তার পাশাপাশি থাকা জায়গার কোনও অভাব না হয়, তার জন্য করা হয়েছে একাধিক পদক্ষেপ। শাহি স্নান, মকর স্নান উপলক্ষ্যে পূণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে থাকতে পারেন, তার জন্য করা হয়েছে কড়া পদক্ষেপ।

আরও পড়ুন: Maha Kumbh 2025: চিমটি দিয়ে মার, ইউটিউবারের দিকে তেড়ে গিয়ে পেটানো শুরু করলেন মহাকুম্ভের মহাকাল গিরি বাবা, দেখুন ভিডিয়ো

সোমবার থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ১৩ জানুয়ারি এবং ১৪ জানুয়ারি জুড়ে চলবে পূণ্য স্নান। ১৩ জানুয়ারি মহাকুম্ভে ১ লক্ষ পূণ্যার্থী হাজির হতে পারেন বলে আশা করছে প্রশাসন। পৌষ পূর্ণিমার এই পূণ্য স্নান উপলক্ষ্যে ১৪ জানুয়ারি জুড়ে চলবে মহাকুম্ভের স্নান। মহাকুম্ভ মেলায় কোনও ধরনের গাড়ি রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে পুলিশ প্রশাসন। সঙ্গমে হাজির হতে ৭টি রাস্তার ব্যবস্থা করা হয়েছে। ওই সমস্ত নির্ধারিত রাস্তা দিয়েই পূণ্যার্থীদের পূর্ণ্য স্নানের জন্য হাজির হতে হবে বলে জানানো হয়েছে।

মেলা প্রাঙ্গনের তাবু, মঞ্চ, সঙ্গম-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, প্রশাসনের জোরদার নজরদারি থাকবে। পুলিশি নজর এড়িয়ে যাতে কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা বা দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

এসবের পাশাপাশি মেলা প্রাঙ্গনে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন উন্নতমানের ড্রোনের নজরদারি। ২৪ ঘণ্টা ওই ড্রোন মহাকুম্ভ মেলার উপর নজর রাখবে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের তরফে।