এবার ইউটিউবারের দিকে তেড়ে গেলেন মহাকুম্ভের (Maha Kumbh 2025) এক বাবা। মহাকাল গিরি বাবা নামে ওই সাধু এক ইউটিউবারের দিকে তেড়ে যান এবং হাতের চিমটি দিয়ে তাঁকে পেটাতে শুরু করেন। ভিত্তিহিন প্রশ্ন জিজ্ঞাসা করছেন ওই ইউটিউবার। এই অভিযোগেই মহাকাল গিরি বাবা নামের ওই সাধু ইউটিউবারের (YouTuber) উপর ক্ষেপে যান এবং তাঁকে মারধর করেন বলে খবর। এক হাত উঁচু করে থাকছেন মহাকাল গিরি বাবা। মহাকুম্ভে মহাকাল গিরি বাবার সেই কর্মের জন্যই তিনি জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। এবার সেই মহাকাল গিরি বাবাই ক্ষেপে গিয়ে তেড়ে গেলেন ইউটিউবারের দিকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Maha Kumbh 2025: মহাকুম্ভ মেলায় কড়া নিরাপত্তা, ভক্তদের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে এআই ড্রোন এবং ক্যামেরা
দেখুন ইউটিউবারকে কীভাবে মারধর করলেন মহাকাল গিরি বাবা...
फालतू सवालों से परेशान एक बाबा ने यू ट्यूबर को बीसो चिमटा मारा। दौड़ा लिया।
वीडियो वायरल है।
बाबाओं से सवाल समझदारी से पूछे।#MahaKumbhMela2025 #Baba #youtubersleaked #viralvideo pic.twitter.com/Lh2z7GuIJn
— Kumar Pradeep (@kumar_mavi) January 13, 2025