Lok Sabha Election 2024 Date LIVE: সাত দফায় হবে লোকসভা নির্বাচন, ১৯ এপ্রিল থেকে পয়লা জুন চলবে ভোট, গণনা ৪ জুন, বাংলায় ভোটগ্রহণ সাত দফাতেই
ভারত
partha.chandra
|
Mar 16, 2024 04:39 PM IST
আগামী পাঁচ বছর কারা দেশে সিংহাসনে বসবে তা ঠিক হবে আসন্ন লোকসভা নির্বাচনে। সেই লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আজ, শনিবার দুপুর ৩টে থেকে সাংবাদিক সম্মেলনে ঘোষিত হবে সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট। ভারতের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৪৩টি আসনে লোকসভা ভোট হবে। প্রায় ৯৭ কোটি মানুষ এবারের লোকসভা নির্বাচনে ভোটদান করার সুযোগ পাবেন। এবারও ইভিএমে ভোট নেওয়া হবে।পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে।
ভোট স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার জন্য উদ্য়োগী নিয়েছে নির্বাচন কমিশন। এবার লোকসভা ভোটে জিতলে টানা তিনবার দেশের সিংহাসনে বসার নজির গড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগে হিন্দি বলয়ের তিন রাজ্যে-মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে জিতে বিজেপি বেশ ছন্দে। সেখানে দক্ষিণ ভারতের রাজ্যে দারুণ ফল করলেও হিন্দি বলয়ে মুছে যেতে চলা কংগ্রেস এখনও সেভাবে ছন্দে নেই। প্রায় রোজই কংগ্রেসের কোনও না কোনও নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। তবে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়ে রাহুল গান্ধী মানুষের কাছে পৌঁছতে পারছেন, পরিশ্রম করছেন। কংগ্রেসের বেশী কিছু রাজ্যস্তরের নেতাও মরিয়া চেষ্টা করছেন।
বিরোধীদের ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় আসন সমঝোতা না করলেও। কিংবা নীতীশ কুমার বিরোধী জোট ছেড়ে বেরিয়ে গিয়ে বিজেপি-র হাত ধরছেন। তবে হাত শিবিরের এক সময়ের চিরশত্রু আম আদমি পার্টি কিন্তু পঞ্জাব বাদে দিল্লি, গুজরাট সহ সব রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছে। বিহারে আরজেডি, ঝাড়খণ্ডে জেএমএম, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, মহারাষ্ট্রে শিবসেনা (উদ্ধভ ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-এর সঙ্গেও কংগ্রেসের জোট গড়ার কথা প্রায় পাকা।