UN Report On Sheikh Hasina Period On Bangladesh (Photo Credit: X)

দিল্লি, ১২ ফেব্রুয়ারি: এবার বাংলাদেশ (Bangladesh) নিয়ে রিপোর্ট প্রকাশ করল রাষ্ট্রসংঘ (UN)। সম্প্রতি পেশ করা রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়, শেখ হাসিনার (Sheikh Hasina) সময়কালে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হয় তার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, বিক্ষোভের জেরে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৩ থেকে ১৪ শতাংশ শিশু। প্রসঙ্গত রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, শেখ হাসিনার সময়ে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়। মৃতদের মধ্যেই রয়েছে বহু শিশু। শেখ হাসিনার অঙ্গুলিহেলনেই বিক্ষোভকারীদের দেখে গুলি ছোঁড়া হয়, লাঠিচার্জ করা হয়। ফলে হাসিনা সরকারকে 'মানবতা বিরোধী' বলেও রাষ্ট্রসংঘের তরফে দাগানো হয়। 'মানবতা বিরোধী অপরাধের' পিছনে শেখ হাসিনার পূর্বতম সরকার রয়েছে বলেও অভিযোগ করা হয় রাষ্ট্রসংঘের এই রিপোর্টে।

শেখ হাসিনা গত বছরের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে (India) আসেন। সেই থেকে দিল্লির (Delhi) নিরাপদ আশ্রয়েই রয়েছেন। বাংলাদেশ থেকে পালিয়ে ব্রিটেনে যেতে চাইলেও, সে দেশের সরকার হাসিনাকে রাজনৈতিক বন্দি হিসেবে দেখবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। এরপর থেকেই হাসিনা রয়েছেন ভারতে।

এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক বলে দিল্লিকে জানায় ঢাকা। যদিও ভারতের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। এমনকী, দিল্লির কোথায় হাসিনা রয়েছেন, সে বিষয়েও রেন্দ্রীয় সরকারের তরফে কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের প্রবাহ অন্য খাতে বইতে শুরু করেছে বলেই মনে করছে বিভিন্ন মহল। এমনকী, এই মুহূর্তে কেউ বাংলাদেশে থাকবেন না বলেও জানানো হয় বিদেশমন্ত্রকের তরফে।