Representative Image (Photo Credit: File)

ভোপাল, ১৫ মার্চঃ উৎসব একদিকে যেমন বয়ে নিয়ে আসে আনন্দ, তেমনই উৎসবের আনন্দে গা ভাসাতে গিয়ে ঘটে যায় নানা বিপদও। শুক্রবার, ১৪ মার্চ ছিল দোলযাত্রা (Holi 2025)। গোটা দেশ এদিন রঙের উৎসবে মেতে উঠেছিল। হোলির আনন্দ উৎসবের মাঝেই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া জেলায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল পরিবারের তিন সদস্যের।

হোলির আনন্দ উৎসব শেষে বাড়ি ফেরার পথে দুর্ভাগ্যজনক ঘটনা। কাটরায় দোল উদযাপন করে গাড়িতে চেপে গম্ভীরপুরে ফিরছিলেন নিহতরা। পুলিশ সূত্রে খবর, দুপুর ৩টে নাগাদ বাড়ি ফেরার পথে ব্রিজ থেকে পড়ে যায় গাড়িটি। স্থানীয় লোকজন গাড়িটি ব্রিজের নীচে পড়ে থাকতে দেখে পুলিশে তৎক্ষণাৎ খবর দেয়। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি পরিবারের তিন সদস্যকে। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে মৃতদেহগুলো। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

পুলিশ তিন মৃতদেহের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন, ৪৫ বছর বয়সী অক্ষয় লাল প্যাটেল, ৪৩ বছর বয়সী ব্রিজেন্দ্র প্যাটেল এবং ২০ বছর বয়সী লভকুশ প্যাটেল।

তবে দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। কী কারণে গাড়ি ব্রিজ থেকে পড়ে গেল সেই রহস্য ভেদের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনার সময়ে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় অসুবিধায় পড়েছে পুলিশ। তবে পুলিশের অনুমান, গাড়িটি সম্ভবত দ্রুত গতিতে চলছিল। তাঁদের পথে কোন প্রাণী চলে আসায় চালক আচমকা ব্রেক কষেন। যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নীচে পড়ে যায়।