
মাহাবুবাবাদ, ১৫ মার্চঃ কবজি ডুবিয়ে খাবেন কচি পাঁঠার মাংস। তাই বাড়িতে কিনেও আনলেন খাসির মাংস। কিন্তু রান্না করায় আপত্তি জানালেন স্ত্রী। সেই নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। পরিণতি ক্ষুব্ধ স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। তেলেঙ্গানার (Telangana) মহবুবাবাদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম এম কলাবতী, বয়স ৩৫। পাঁঠার মাংস খাবেন বলে তা কিনে আনেন কলাবতীর স্বামী, এম বালু। এদিকে মাংস রান্না করবেন না বলে স্বামীর মুখের উপরে স্পষ্ট জানিয়ে দেন কলাবতী। সেই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা। স্বামী-স্ত্রীর মধ্যেকার অশান্তি ক্রমে হাতাহাতিতে নেমে আসে। রাগের বশবর্তী হয়ে দিগ্বিদিক শূন্য এম বালু স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা করেন। ঘটনাস্থলেই মারা যান কলাবতী।
নিহত মহিলার মা জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর মেয়েকে হেনস্থা, মারধর, খুন-সহ একাধিক অভিযোগ তুলেছেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে দায়ের হয়েছে অভিযোগ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। কীভাবে আঘাত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে মার খেয়েই মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রান্না করার মত এমন এক তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি এবং পরিণতি হিসাবে স্বামীর হাতে পিটিয়ে খুন স্ত্রী। ঘটনায় অবাক তাঁদের প্রতিবেশীরাও।