![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/image-3-.jpg?width=380&height=214)
Mumbai City FC vs FC Goa, ISL 2024-25: আজ ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটির মুখোমুখি হবে এফসি গোয়া। নিজেদের শেষ ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়ার পর এফসি গোয়া এখন এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে। এফসি গোয়া আজ বুধবার ১২ ফেব্রুয়ারি মুম্বই ফুটবল এরিনায় মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এফসি গোয়া এই মুহূর্তে আইএসএল র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এদিকে, চলতি মরসুমের আইএসএলে এখনও পর্যন্ত ১৯ ম্যাচে আটবার জিতেছে মুম্বই সিটি এফসি। নিজেদের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারিয়েছে। আইএসএলে শেষ দু'টি সাক্ষাতের মধ্যে মুম্বই সিটি এফসি এফসি গোয়ার বিরুদ্ধে দুবার জিতেছিল। International Women’s Football Tournament: আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্ট-এর প্রস্তুতি সম্পূর্ণ কাঠমান্ডুতে, অংশ নেবে চার দেশ
মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া
𝗛𝗘𝗥𝗘 𝗪𝗘 𝗚𝗢 𝗔𝗚𝗔𝗜𝗡 🤩#TheIslanders lock horns with FC Goa in an exciting showdown today 👊🔥
Let's go, मुंबई! 🩵#MCFCFCG #ISL #AamchiCity 🔵 pic.twitter.com/KzKhA5Keqo
— Mumbai City FC (@MumbaiCityFC) February 12, 2025
মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
১২ ফেব্রুয়ারি মুম্বই ফুটবল এরিনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়ার ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।