Representational Image (Photo Credits: Pixabay)

এবার এক কিশোরীকে পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) কোতয়ালি থানা এলাকার বাহাদুর গ্রামপঞ্চায়েতের জহুরি তালমার ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। জানা যাচ্ছে, ওই এলাকার একটি মিষ্টির দোকানে অভিযুক্ত নাবালিকাকে নিয়ে যেতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। সেই সঙ্গে নাবালিকাকেও উদ্ধার করে পুলিশ। যদিও দুজনেরই নাম পরিচয় আপাতত তদন্তের স্বার্থে গোপন রেখেছে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

অভিযুক্তের অসংলগ্ন কথা শুনে সন্দেহ হয় এলাকাবাসীর

জানা যাচ্ছে, গতকাল সন্ধের দিকে স্থানীয় একটি মিষ্টি দোকানে যায় ওই ব্যক্তি। সঙ্গে ছিল নাবালিকাও। সেখানে তাঁদের দেখে সন্দেহ হওয়ায় এক মহিলা জিজ্ঞাসাবাদ শুরু করেন। যুবকের অসংলগ্ন কথা ও আচরণ দেখে সন্দেহ হয় তাঁর। সে প্রথমে ক্লাবে খবর দেয়। তাঁরা এসে যুবককে আটক করে থানায় খবর দেয়।

নাবালিকাকে অপহরণ করে পাচারের চেষ্টা অভিযুক্তের

এরপর ঘটনাস্থলে পুলিশ আসলে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসল কথা স্বীকার করে।  তারপর নাবালিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা যাচ্ছে, কোচবিহারের বাসিন্দা ওই কিশোরীকে সম্প্রতি অপহরণ করে জলপাইগুড়ি নিয়ে আসে অভিযুক্ত। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ।