![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/ragging.jpg?width=380&height=214)
দিল্লি, ১২ ফেব্রুয়ারি: ফের র্যাগিংয়ের (Ragging) আতঙ্ক। এবার কেরলের (Kerala) একটি নার্সিং কলেজ থেকে যে খবর প্রকাশ্যে আসে, তা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কেরলের কোট্টায়ামের একটি নার্সিং কলেজে (College) প্রথম বর্ষের পড়ুয়াকে সম্পূর্ণ নগ্ন করে দেওয়া হয় র্যাগিংয়ের নাম করে। নগ্ন করে ওই ছাত্রের যৌনাঙ্গে ডামবেল ঝুলিয়ে দেওয়া হয়। প্রথম বর্ষের ওই ছাত্রকে ডেকে নিয়ে তাঁর উপর অকথ্য অত্যাচার চালায় সেখানকারই ৫ সিনিয়র পড়ুয়া। জোর করে ওই ছাত্রকে নগ্ন করার পর তাঁর পুরুষাঙ্গ থেকে ডামবেল ঝোলানোর মত নৃশংস কীর্তি করা হয় কলেজ ক্যাম্পাসের ভিতরেই। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে বাকি পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর গ্রেফতার করা হয় কলেজের ৫ পড়ুয়াকে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয় অভিযোগ।
রিপোর্টে প্রকাশ, ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্ররা জোর করে প্রথম বর্ষের পড়ুয়াকে দিয়ে ওয়েট লিফটিং করায়। কখনও তাঁর যৌনাঙ্গে ডামবেল বেধে আবার কখনও কম্পাস দিয়ে খোঁচা দেওয়া হয় বলে অভিযোগ। যন্ত্রণায় কাতর ছাত্র চিৎকার করলে, তাঁকে ওষুধের নামে লোশন দেওয়া হয়। ক্ষত জায়গায় যাতে ওই পড়ুয়া ওষুধ ব্যবহার করে, দেওয়া হয় সেই নির্দেশও।
এসবের পাশাপাশি কলেজ ক্যাম্পাসে যে র্যাগিং করা হয়েছে, সেই কথা কাউকে জানালে, তার ফল ভুগতে হবে বলেও তৃতীয় বর্ষের ৫ ছাত্র হুমকি দেয়। অভিযোগ, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। শুধু তাই নয়, জুনিয়রদের ভয় দেখিয়ে, অত্যাচার করে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করে অভিযুক্তরা। এরপর সেই অর্থ দিয়ে মদ কিংবা অন্য ধরনের নেশাজাত দ্রব্যও তারা বিভিন্ন সময় কিনত বলে অভিযোগ।