![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/image-12-.jpg?width=380&height=214)
আজ (১২ ফেব্রুয়ারি, ২০২৫) বিকাল ৪টেয় বিধানসভায় পশ্চিমবঙ্গের বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন, তাই তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে রাজ্য সরকার। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বাজেটে কল্পতরু হয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। এমনকি ক্ষোভের আগুনকে প্রশমিত করতে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটে আশা করা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে।২০২১-এ তৃতীয়বার ক্ষমতায় এসে, প্রতিশ্রুতি মতো বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এখন ২ কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পান। তফশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১২০০ টাকা এবং জেনারেল শ্রেণিভুক্ত মহিলারা পান ১০০০ টাকা করে।এবারের বাজেটে বেতন বাড়ানো হতে পারে সিভিক ভলান্টিয়ারদের। পাশাপাশি আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, চুক্তিভিত্তিক কর্মীদেরও বেতন বাড়ানো হতে পারে।চা শ্রমিক-সহ উত্তরবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের জন্য বাজেট বরাদ্দ কী করা হয়, তা নিয়েও কৌতুহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে।
𝗪𝗘𝗦𝗧 𝗕𝗘𝗡𝗚𝗔𝗟 𝗕𝗨𝗗𝗚𝗘𝗧 𝟮𝟬𝟮𝟱.
West Bengal Finance Minister Chandrima Bhattacharya will table the budget today in the State Assembly. Government of West Bengal is likely to allocate more funds to social security and welfare schemes in the West Bengal Budget 2025.… pic.twitter.com/y2pkVEPQxG
— The West Bengal Index (@TheBengalIndex) February 12, 2025
২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচনের আগে শুধু ভোট অন অ্যাকাউন্ট হবে। রাজ্য় বাজেটে কোন কোন ক্ষেত্রে হবে কর্মসংস্থান, তার দিকে তাকিয়ে সবাই।