Ved Nagar, Ranveer Allahbadia (Photo Credit: X/Instagram)

মুম্বই, ১২ ফেব্রুয়ারি: 'বাবা-মায়ের সঙ্গে যৌনতা' মন্তব্যে রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। মুম্বই এবং গুয়াহাটি, ভারতের দুই শহরে ইউটিউবারের (Youtuber) বিরুদ্ধে অভিযোগদায়ের করা হয়। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। পুলিশি অভিযোগের পরও রণবীরকে নিয়ে বিতর্ক থামছে না। এবার রণবীর এলাহাবাদিয়াকে 'গ্রেফতার' করা হোক। এমনই দাবি করলেন রাষ্ট্রীয় গৌ রক্ষা দলের (Rashtriya Gau Raksha Dal) সভাপতি বেদ নগর। 'রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে জঙ্গিদের যে সংযোগ রয়েছে',সে বিষয়ে তদন্ত করা হোক। পাশাপাশি রণবীরের সমস্ত সম্পত্তি 'বাজেয়াপ্ত' করা হোক বলেও দাবি করেন বেদ নগর। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রণবীরকে যে পুরস্কার দিয়েছেন, তা ফেরানো হোক বলেও দাবি করেন এই ব্যক্তি। এমনকী মহারাষ্ট্র পুলিশ যাতে রণবীর এলাহাবাদিয়ার 'এনকাউন্টার' করে, সে বিষয়েও সওয়াল করতে দেখা যায় রাষ্ট্রীয় গৌ রক্ষা দলের সভাপতিকে।

আরও পড়ুন: Apoorva Mukhija Reaches Police Station Video: 'কোনও মহিলার যোনি দেখেছ?' অশ্লীলতার সীমা ছাড়িয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মাখিজা

দেখুন রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে কী কী অভিযোগ করা হল...

 

সম্প্রতি ইউটিউবার সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্ট-এ গিয়ে রণবীর এলাহাবাদিয়া বাবা-মায়ের যৌনতার প্রসঙ্গ তোলেন। যা নিয়ে সেখানে হাজির প্রত্যেকে হেসে ওঠেন। সময় রায়নার শোয়ের ওই ক্লিপিংস ভাইরাল হতেই তা নিয়ে বিতর্ক শুরু হয় জোরদার। যার জেরে এলাহাবাদিয়া প্রকাশ্যে ক্ষমা চাইলেও, কোনও কাজ হয়নি। এমনকী সময়ের শোয়ের জেরে রণবীরের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়, তার ফলে ইউটিউবার তাঁর ফলোয়ার হারাতে শুরু করেছেন বর্তমানে।

প্রসঙ্গত রণবীর এলাহাবাদিয়ার পাশাপাশি সময় রায়না, অপূর্বা মাখিজাকে নিয়েও জোরদার বিতর্ক শুরু হয়েছে। যার জেরে বুধবার মুম্বইয়ের খার থানায় হাজির হতে হয় অপূর্বাকে। সেখানেই এই ইউটিউবারের বয়ান রেকর্ড করা হয়।