ভারতের ইউপিআই ব্যবস্থা সম্পর্কে বুঝতে জাপান সরকারের পক্ষ থেকে পাঠানো হবে বিশেষ প্রতিনিধি। একটি সাক্ষাতকারে এমনটাই জানালেন জাপানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী কোনো তারো। এমনকি এই সিস্টেমকে নিজেদের দেশে ব্যবহারের পক্ষেও সায় দেন তিনি। এর পাশাপাশি জাপানের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ডেটা অর্গানাইজেশনের যে পরিকল্পনা করা হয়েছে তাতে ভারতের সহযোগীতার আশাও করেন তিনি।
এপ্রিলে G7 বৈঠকের পর এই ইউপিআই সম্পর্কে আরও বিশষভাবে জানতে জাপানের প্রতিনিধি দল আসবেন । আসন্ন G7 মিটিংয়ে জাপানের পক্ষ থেকে DFFT নামক একটি পরিকল্পনাকে সবার সামনে প্রকাশ করা হবে। যার অর্থ হল ডাটা ফ্রি ফ্লো উইথ ট্রাস্ট। এই পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে মিলে একটি আর্ন্তজাতিক ডেটা সেন্টার গড়ে তোলার আহব্বান জানাননো হবে। যেখানে ক্রস বর্ডার লেনদেনের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারকে আরও সহজ করতে ব্যবহত হবে এই পদক্ষেপ। লেনদেন সহ নানান বিষয়ে দেশগুলির মধ্যে একটি আর্ন্তজাতিক পাল্টফর্ম গড়ে তোলার ক্ষেত্রে আসন্ন বৈঠকে দাবি জানাবে জাপান।
সম্প্রতি সিঙ্গাপুর, মালেশিয়াতে ইউপিআই পেমেন্ট অ্যাপ চালু হয়েছে। ভিন্ন দেশের সঙ্গে এই সুবিধা দেশের মানুষকে আর্থিক বাধার যে সমস্যা ছিল তা দবর করবে। আরও দেশ ইউপিআই ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার পথে। জাপান যাদের মধ্যে অন্যতম বলে মনে করা হচ্ছে।
Japan will send a team to India after April’s G7 meeting to closely study the UPI platform, digital minister Kono Taro said.
(@MattooShashank & @UtpalBhaskar report) https://t.co/oXP7qTBzYU
— Mint (@livemint) March 14, 2023