আগামী ৫ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন দেশের অন্যতম শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) ছোট ছেলে জিৎ আদানি (Jeet Adani)। পাত্রী দিব্যা জাইমিন শাহ (Diva Jaimin Shah)। বিয়ের আগে বুধবার একটি বিশেষ উদ্যোগ নিলেন জিত। এদিন মঙ্গল সেবা নামে একটি অনুষ্ঠান করে আদানি পরিবার। যেখানে ৫০০ জন প্রতিবন্দ্বী মহিলাকে বিয়ের জন্য ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি। তবে এটা শুধুমাত্র এই বছর বিয়ে উপলক্ষেই দেওয়া হচ্ছে না। বরং প্রতিবছর এই অনুদান ৫০০ জন করে প্রতিবন্দ্বী মহিলাদের দেওয়া হবে বলে জানিয়েছেন।

গৌতম আদানির মন্তব্য

ছেলের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই গর্বিত তাঁর বাবা গৌতম আদানি। তিনি এদিন মঙ্গল সেবার ভিডিয়ো এক্স হ্যাণ্ডেলে শেয়ার করে লিখেছেন, "এটা খুব আনন্দের বিষয় যে আমার ছেলে জিৎ ও পুত্রবধূ দিভা একটি পবিত্র সংকল্পের মাধ্যমে নিজেদের বিবাহিত জীবন শুরু করতে চলেছে। জিৎ ও দিভা প্রতিবছর ৫০০ জন প্রতিবন্দ্বী বোনকে ১০ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন বাবা হিসেবে তাঁদের এই কাজে আমি গর্বিত। আমার বিশ্বাস তাঁদের এই উদ্যোগের কারণে প্রতিবছর কোনও প্রতিবন্দ্বী মেয়ের জীবন সুখ, সমৃদ্ধিতে এগিয়ে যাবে"।

দেখুন গৌতম আদানির পোস্ট