সামান্য সরস্বতী পুজোকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিল দুর্গাপুরের অন্ডালের (Andal) নবকাজোড়া এলাকা। জানা যাচ্ছে, গত মঙ্গলবার ছিল এই পুজোতে হওয়া একটি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের প্রধান অতিথিকে ঘিরে পুজো কমিটির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। কার্যত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরমধ্যেই ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন কমপক্ষে চারজন। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ।
সরস্বতী পুজো নিয়ে তুমুল উত্তেজনা
জানা যাচ্ছে. পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যাকে ডাকা হয়ছিল তাঁকে অপছন্দ ছিল কমিটির কয়েকজন সদস্যের। সেই কারণেই শুরু হয় উত্তেজনা। এই ঘটনায় আহত হয়েছেন রাজকুমার কাহার, পঙ্কজ কুমার গড়, মহেন্দ্র কুমার গড়, উপেন্দ্র কুমার। এরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে গতকাল রাতে এলাকায় অন্ডাল থানার বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও এই ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্বের তকমা দিতে চাইছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপির উস্কানীতেই এই ঘটনা ঘটেছে।