India's COVID-19 Count: বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৩২ ছাড়ালো, হাজারের মাইলস্টোন ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা
ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ এপ্রিল: বুধবার দেশে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা পৌঁছালো ৩১ হাজার ৩৩২-এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। মৃত্যু হয়েছে ৭৩ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সবমিলিয়ে দেশে করোনার বলি এক হাজার সাত। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ হাজার ৬২৯ জন। ৭ হাজার ৬৯৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। করোনার গ্রাসে থাকা মহারাষ্ট্রের অবস্থা আরও খারাপ হচ্ছে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩১৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৭২৯ জন। মৃতের সংখ্যা ৪০০ ছুঁয়েছে। গত কাল মুম্বইতেই মৃত্যু হয়েছে ২৫ জনের। শুরু থেকে এ পর্যন্ত মুম্বইতে করোনায় মৃত ২৪৪ জন। আরও পড়ুন- USCIRF Annual Report: ভারতের সংখ্যালঘুরা বিপন্ন, মার্কিন কমিশনের রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে বাতিল বিদেশ মন্ত্রকের

শুধু মুম্বইতেই করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৬৯। ধারাভি বস্তিতে কোভিড-১৯ পজিটিভ ৩৩০ জন। সেখানে ১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩১৪। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১৮২ জন। তবে গত তিনদিনে রাজধানীতে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার পর্যন্ত ২০১ জন রোগী সুস্থ হয়েছেন। ২৫ এপ্রিল থেকে এখনও পর্যন্ত রাজধানীতে করোনায় মৃত ৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে প্লাজমা থেরাপি এখনও পরীক্ষার পর্যায়েই রয়েছে। এটি যে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় ব্যবহৃত হতে পারে, এমন কোনও তথ্যপ্রমাণ এখনও মেলেনি। তাই প্লাজমা থেরাপিকে করোনাভাইরাসের চিকিৎসা হিসেবে ধরে নেওয়াটা ভুল হবে। শুধু তাই নয়, এই প্লাজমা থেরাপি বেআইনি ও প্রাণঘাতী হিসেবে জটিলতা তৈরি করতে পারে।