কেকেআর (KKR)-এর সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)কে নিয়ে বড় মন্তব্য করলেন নাইট রাইডার্স তথা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eion Morgan)। মর্গ্যান বললেন, বৃহস্পতিবার ২৯ বলে ৬০ রানের যে ইনিংসটা ভেঙ্কটেশ খেলছেন, সেটাই চলতি আইপিএলে (IPL 2025) তার বড় কিছু করার মঞ্চ বেঁধে দিল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মর্গ্যান মনে করেছেন, ভেঙ্কটেশের এমন একটা ইনিংসের দরকার ছিল, যেটা ও চাইছে সেভাবেই ও ওর ইনিংসটা সাজাতে চাইছে। সান রাইজার্সের বিরুদ্ধে ভেঙ্কি ঠিক সেটাই করতে পেরেছে।
চতুর্থ ম্যাচে রানে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার
নাইটদের প্রথম তিনটি ম্যাচে তেমন কিছুই করতে পারেননি মধ্যপ্রদেশের ৩০ বছরের অলরাউন্ডার। কিন্তু বৃহস্পতিবার ইডেনে ভেঙ্কি যে ইনিংসটা খেললেন তারপর কেকেআর সমর্থকদের আশা বেড়ে গিয়েছে।
২৩.৭৫ কোটির খেলোয়াড়ের বিস্ফোরণ
গতকাল, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে সান রাইডার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলেন কেকেআর-এর ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ব্যাটার-অলরাউন্ডার ভেঙ্কেটেশ আইয়ার। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাঁচ নম্বরে নেমে ইডেনে মাত্র ২৯ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন আইয়ার। ৩টি ওভার বাউন্ডারি, ৭টি বাউন্ডারি দিয়ে সাজানো ২০০-র বেশী স্ট্রাইক রেটের মধ্যপ্রদেশের ব্যাটারের বিস্ফোরক ইনিংস দেখে মুগ্ধ সবাই। ভেঙ্কটেশ ও অঙ্ককৃশ রঘুবংশী (৩২ বলে ৫০)-র দুরন্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে কেকেআর।
কেকেআর-এর পরবর্তী ম্যাচ মঙ্গলবার, ইডেনে পন্থদের বিরুদ্ধে
আগামী মঙ্গলবার, ৮ এপ্রিল, ইডেনে ঋষভ পন্থের লখনৌ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে নামছে কেকেআর। সেই ম্যাচের আগে ভেঙ্কটেশের ফর্ম দলকে নিশ্চিন্ত করছে। গত আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচ দারুণ খেলেছিলেন তিনি।