নতুন দিল্লি, ১১ আগস্ট: একদিনে ৫৩ হাজার ৬০১ জন করোনায় আক্রান্ত হলেন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী ভারতে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) পৌঁছালো ২২ লাখ ৬৮ হাজার ৬৭৬-এ। সোমবার সারাদিনে দেশে করোনার বলি ৮৭১ জন। এই মুহূর্তে সংক্রামিত ৬ লাখ ৩৯ হাজার ৯২৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৫ লাখ ৮৩ হাজার ৪৯০ জন। এখনও পর্যন্ত মারণ রোগের মৃত্যু মিছিলে শামিল ৪৫ হাজার ২৫৭ জন। এই মুহূর্তে কেন্দ্রের তথ্য বলছে, দেশে সংক্রামিতর হার ২৮.২১ শতাংশ। ৬৯.৮০ শতাংশ সুস্থতার হার। মৃত্যুর হার ১.৯৯ শতাংশ। দেশের মধ্যে সবথেকে বেসি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। সেখানে মৃত্যু মিছিলে শামিল ১৮ হাজার ৫০ জন।
২২ লাখ ৬৮ হাজারের কোঠা ছাড়ালো ভারতের কোভিড-১৯ সংক্রমণ
Single-day spike of 53,601 cases and 871 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 22,68,676 including 6,39,929 active cases, 15,83,490 cured/discharged/migrated & 45,257 deaths: Ministry of Health pic.twitter.com/cFngz89iaN
— ANI (@ANI) August 11, 2020
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশের ১০টি রাজ্যেই মারণ ভাইরাসের সংক্রমণ মাত্রা ছাড়া। প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হওয়া রোগীর ৮০ শতাংশই ওই ১০ টি রাজ্যের বাসিন্দা। রবিবার দিন ভারতে সুস্থ হয়ে ওঠার হার সবথেকে বেশি। সেদিনই করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৫৩ হাজার ৮৭৯ জন। বিশ্বে ২০ মিলিয়নেরও বেশি লোক এখন করোনায় আক্রান্ত। মঙ্গলবার পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে এই মুহূর্তে বিশ্বে মারণ রোগের শিকার মোট ২ কোটি ১১ হাজার ১৮৬ জন।২০১৯-এর ডিসেম্বর প্রথম চিনের উহান শহরে এই মারণ ভাইরাসের উৎপত্তি ঘটে। তখন থেকে এখনও পর্যন্তে বিশ্বের ২১০টিরও বেশি দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এখনও পর্যন্ত এই মারণ রোগের বলি সাত লক্ষ ৩২ হাজার মানুষ। আরও পড়ুন-Kolkata Airport: করোনার কাঁটা, ফের ৩১ আগস্ট পর্যন্ত দিল্লি, মুম্বই, গুজরাট, তামিলনাড়ুর বিমান বাতিল কলকাতায়
বিশ্বে করোনাভাইরাস সবথেকে বেশি বিপর্যস্ত দেশটি হল আমেরিকা। সেখানে মোট করোনা আক্রান্ত ৫০ লক্ষ ৮৮ হাজার ৫১৬ জন। বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা আক্রান্ত ৩০ লক্ষ ৫৭ হাজার ৪৭০ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারত। সেখানে মোট করোনা আক্রান্ত ২২ লাখ ৬৮ হাজার ৬৭৬ জন। একেবারে বিপজ্জনক হারে প্রতিদিন ভারতে সংক্রামিতর সংখ্যা বেড়ে চলেছে।