Photo Credits ANI

বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের থেকে ভারতীয় মুদ্রা আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠার দিকে আরও একধাপ এগিয়ে গেল। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করতে এবং প্রক্রিয়াটিকে মসৃণ করতে ভারতীয় মুদ্রা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০২২ সালের জুলাই মাসেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির ব্যবস্থা তৈরি করেছিল। তারপর থেকে টাকা নিয়ে একের পর এক দেশের আগ্রহ বাড়ছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক নিষেধাজ্ঞার জালে বন্দি হয়েছে রাশিয়া। এই অবস্থায় ডলার ছেড়ে ভারতীয় মুদ্রায় বৈদেশিক বাণিজ্য শুরু করেছে মস্কো। প্রথম বিদেশী রাষ্ট্র হিসেবে এই পথে পা বাড়িয়েছে তারা। তবে রাশিয়া এই পদক্ষেপ করার পর, বিশ্বের প্রায় ৩৫টি দেশ ভারতীয় টাকাকেই বাণিজ্যের মাধ্যম করার কথা ভাবছে।

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক - RBI- রাশিয়া এবং শ্রীলঙ্কা সহ 18টি দেশে 60টি বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে৷

ভারতের অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ সংসদকে জানিয়েছেন যে রেকর্ড অনুসারে, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রাশিয়া এবং শ্রীলঙ্কা সহ ১৮টি দেশে ৬০ টি বিশেষ রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (Special Rupee Vostro Accounts)খোলার অনুমোদন দিয়েছে৷  ডলারের ঘাটতি রয়েছে বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের মতো ভারতের প্রতিবেশী দেশগুলিরও। তাদেরও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রা ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ছে।

যে ১৮টি দেশ ভারতীয় রুপিতে ব্যবসা করার অনুমতিদেওয়া হয়েছে তা হল:

১- রাশিয়া,

২ - সিঙ্গাপুর

৩ - শ্রীলঙ্কা

৪ – বতসোয়ানা

৫ – ফিজি

৬ – জার্মানি

৭ – গায়ানা

৮ - ইসরাইল

৯ – কেনিয়া

১০ – মালয়েশিয়া

১১– মরিশাস

১২ - মায়ানমার

১৩ – নিউজিল্যান্ড

১৪ – ওমান

১৫ – সেশেলস

১৬ – তানজানিয়া

১৭ – উগান্ডা

১৮ – যুক্তরাজ্য।