Taniya Chatterjee (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ এপ্রিলঃ নেই কোন অন্তর্বাস। কেবল ফিনফিনে কোট চাপিয়ে রেখেছেন শরীরে। বোতামের বালাই নেই। অর্ধ-উন্মুক্ত স্তনেই সটান দাঁড়িয়ে পড়লেন আলোকচিত্রীদের সামনে। পোজ দিলেন ভরপুর। কখনও এদিন ঘুরে তো আবার কখনও ওদিক ঘুরে। অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের (Taniya Chatterjee) সাম্প্রতিক মিডিয়া উপস্থিতি দেখে সমাজমাধ্যমে ছিছিক্কার কাণ্ড শুরু হয়েছে। এমন খোলা শরীরেও এসে দাঁড়ানো যায় পাপারাৎজির সামনে! যেন ভাবতেই পারছেন না নেটবাসী।

সদ্য ক্যামেরাবন্দি হওয়া তানিয়াকে দেখা গিয়েছে কালো রঙের একটি লং স্কার্টে। উপরে পড়েছিলেন আকাশি রঙের একটি টি-শার্ট। তবে সেটাও মিছিমিছি। পাপারাৎজির সামনে দাঁড়িয়ে অভিনেত্রী খুলে ফেললেন নিজের টি-শার্টটি। তার নীচে জঙ্গলা কাজের কালো একখানা কোট পড়েছেন ঠিকই কিন্তু তাতে তাঁর গোটা শরীর যে উন্মুক্ত তা স্পষ্ট। ঝলসে উঠতে শুরু করল ক্যামেরার ফ্ল্যাশ। তানিয়ার শরীরের সমস্ত ভাঁজ ধরা পড়ল ক্যামেরায়।

পোশাক খুলে উন্মুক্ত শরীরে তানিয়াঃ

অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়ের এমন পোশাক তাঁকে নেটপাড়ায় কুৎসিত সমালোচনার মুখে দাঁড় করিয়েছে।