
যোধপুর, ১৫ এপ্রিলঃ চরম নৃশংসতা বাবা-মায়ের! তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে অচেতন করে গলা টিপে খুন। তারপর মৃত্যু নিশ্চিত করতে হাতের শিরা কাটা হয়। কাটা হয় তিন সন্তানের গলাও। তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন বাবা-মা। যোধপুরের (Jodhpur) নৃশংসতায় গা শিউরে উঠল পুলিশের।
জানা যাচ্ছে, সোমবার রাতে যোধপুর জেলার ফালোদি তহসিলের কোলু পাবুজি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে ওই বাড়ির উঠোন রক্তে ভেসে যেতে দেখেন তাঁদের এক আত্মীয়। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রী এবং তিন খুদে সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। চিকিৎসকেরা তিন শিশুকে পর্যবেক্ষণ করে তিনজনকেই মৃত বলে জানিয়ে দেন। কিন্তু দম্পতিকে জীবিত বলে জানান। চিকিৎসা শুরু হয় তাঁদের।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে শিবলাল এবং স্ত্রী জাটনো দেবোর মধ্যে কোন এক বিষয় নিয়ে তুমুল ঝগড়া হয়। তার রেশেই দম্পতি এমন ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন। তাঁদের তিন সন্তানের মধ্যে এক ছেলে এবং দুই মেয়ে। হরিশ (৯), কিরণ (৫) এবং নাত্থু (৩)। ।
পুলিশ আরও জানিয়েছে, শিবলাল এবং জাটনো প্রথমে বিষ খাইয়ে গলা টিপে তিন সন্তানকে খুন করেন। তারপর ব্লেড দিয়ে তিন শিশুর হাতের শিরা ও ছুরি দিয়ে গলা কাটেন। এরপর দম্পতি নিজেদের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার সকালে শিবলালের ভাইয়ের স্ত্রী বাড়ির বাইরে রক্ত দেখতে পান। তিনিই সকলকে ডাক দেন। দম্পতির ঘর থেকে একটি খালি বিষের বোতল, একটি ব্লেড এবং একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্তে পরিবাদের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দম্পতি একটু সুস্থ হলে তাঁদের বয়ানও নেওয়া হবে।