
নয়াদিল্লিঃ পরিবারে(Family) ছিল তিনটি পোষ্য (Pet Dogs)। বাড়ির পোষ্যদের সঙ্গে দিব্যি বেড়ে উঠছিল খুদেরা। আচমকাই হিংস্র হয়ে একটি পোষ্য। পিটবুলের (Pitbull) আক্রমণে মৃত্যু একরত্তির। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্রর (United States of America) ওহায়োর (Ohio) কলম্বাসের একটি পরিবার। একটি পিটবুলের আক্রমণে মৃত্যু আলিজা নামে সাত মাসের শিশুর। কী কারণে আচমকা ওই শিশুকে আক্রমণ করল আদরের পোষ্য, তাও ভেবে পাচ্ছে না ওই পরিবার।
পোষ্যর আক্রমণে মৃত্যু একরত্তির
এই ঘটনায় মৃত শিশুর মা ম্যাকেঞ্জি কোপলি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লিখেছেন, "আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না" নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোষ্যর সঙ্গে শিশুটির ভীষণ ভাল সম্পর্ক ছিল। সারাক্ষণ শিশুটির মাথার কাছে বসে থাকত পোষ্যটি। আচমকাই এদিন শিশুটিকে কামড়ে দেয় পোষ্যটি। এরপরই মৃত্যু হয় শিশুর। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর কুকুরটিকে নিজেদের হেফাজতে নিয়েছে ‘ফ্র্যাঙ্কলিন কাউন্টি অ্যানিম্যাল কন্ট্রোল।’ এই ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
সাত মাসের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল পোষ্য, মৃত্যু একরত্তির
Baby mauled to death by family pitbull in horror dog attack at home https://t.co/Y28oS8vwIH
— The Sun (@TheSun) April 13, 2025