ঢাকা, ১৫ এপ্রিল : শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পর থেকে সে দেশের পটচিত্র বদলাতে শুরু করেছে। আর তাইতো পয়লা বৈশাখের মঙ্গল যাত্রায়, মঙ্গল শব্দের অনুপস্থিতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তসলিমা নাসরিন এবার নববর্ষে (Pohela Boishakh) মহম্মদ ইউনুস এবং শেখ হাসিনাকে একযোগে আক্রমণ করেন। তসলিমা বলেন, 'হাসিনা জানতেন ইউনুস খারাপ। কিন্তু এতটা যে খারাপ তিনিও হয়ত জানতেন না।' অর্থাৎ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সময়ে ইসলাম উগ্রবাদীদের যে বাড়বাড়ন্ত, তার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তসলিমা নারিনকে (Taslima Nasreen)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তসলিমা একের পর এক ক্ষোভ উগরে দিতে শুরু করেন ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে।
দেখুন কী লিখলেন তসলিমা নাসরিন...
প্রসঙ্গত চট্টোগ্রামে নববর্ষের অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। রবিবার রাতে চলে ওই হামলা। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের যত অনুষ্ঠান ছিল, তা হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, পুলিশের উপস্থিতিতেই হামলা চলে। ছিঁড়ে দেওয়া হয় ব্যানার।
ধর্মীয় মৌলবাদীদের বিরুদ্ধে সোচ্চার তসলিমা...
রবিবারের ঘটনার পর চট্টোগ্রামে পয়লা বৈশাখের অনুষ্ঠান হবে কি না, তা নিয়ে ছড়াতে শুরু করে চাঞ্চল্য। ওই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলে পরপর ৭ জনকে গ্রেফতার করা হয় বলে খবর।
চট্টোগ্রামের পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর উঠে আসতে শুরু করে পয়লা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে। যার জেরে এবার বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তসলিমা নাসরিন। তাঁর অভিযোগ, শেখ হাসিনার আমলে যে ইসলামপন্থী জিহাদিদের বাড়বাড়ন্ত শুরু হয়, ইউনুসের আমলে তাদের দাদাগিরি আরও বেড়ে যায়। যা নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন তসলিমা নাসরিন।
'হাসিনা জানতেন ইউনুস খারাপ কিন্তু এতটা যে খারাপ তিনিও হয়ত জানতেন না', পয়লা বৈশাখে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে মন্তব্য তসলিমার