PBKS বনাম KKR: বাংলা নববর্ষের প্রথম দিনে ব্যাটিংয়ে চরম ভরাডুবি কলকাতা নাইট রাইডার্সের। মঙ্গলবার নয়া চণ্ডিগড়ের মুল্লানপুরে পঞ্জাবের ১১১ রানের জবাবে নাইটরা মাত্র ৯৫ রানে অল আউট হয়ে গেল। গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে মাত্র ৯১ বলে গুঁটিয়ে গেল আজিঙ্কা রাহানেদের ইনিংস। পঞ্জাবের স্পিনার যুজবেন্দ্র চাহালের ২৪ রানে ৪ উইকেট, আর প্রোটিয়া পেসার মার্কো জেনসেনের ১৭ রানে ৩ উইকেটের আগুনে স্পেলে ঝলসে গেলেন রাহানেরা। শ্রেয়স আইয়াররা অল আউট হয়েছিলেন ৯৩ বলে, সেখানে নাইটদের ইনিংস গুঁটিয়ে গেল ৯১ বলে। ফারাক হয়ে গেল ১৬ রানে। ৭ ম্যাচে ৪টি-তে হেরে লিগ তালিকায় তলিয়ে গেল নাইটরা ( ৭ ম্যাচে ৬ পয়েন্ট)। আর রাহানের হারিয়ে প্রথম চারে ঢুকে পড়লেন শ্রেয়স আইয়াররা (৭ ম্যাচে ৮ পয়েন্ট)। নিজে শূন্য রানে আউট হলেও পুরনো দলকে হারালেন প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স।
মাত্র তিনজন নাইট ব্যাটার দুই অঙ্কের রান করলেন
একেবারে সামান্য রানের টার্গেট তাড়া করতে নেমে দুই অঙ্কের রান করলেন নাইটদের মাত্র তিন ব্যাটার- অঙ্গকৃশ রঘুবংশী (৩৭), আজিঙ্কা রাহানে (১৭) ও আন্দ্রে রাসেল (১৭)। বাকিরা সবাই পুরোপুরি ব্যর্ত। দলের সাত রানের মধ্যে আউট হয়ে যান নাইটদের দুই মারকুটে বিদেশী তারকা ওপেনার- সুনীল নারিন (৫) ও কুইন্টন ডি কক (২)। তখনও বোঝা যায়নি এত বড় ভরাডুবি অপেক্ষা করছে। কারণ চতুর্থ উইকেটে বেশ খেলছিলেন অধিনায়ক রাহানে আর ইমপ্যাক্ট সাব হয়ে নামা রঘুবংশী অঙ্ককৃশ। কিন্তু রাহানে-রঘুবংশীর ৫৫ রানের পার্টনারশিপটা ভাঙতেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নাইটদের ইনিংস। ২ উইকেটে ৬২ থেকে নাইটরা ১৭ রানের মধ্য়ে হারালেন ৫ উইকেট।
দেখুন প্রথম ইনিংসের হাইলাইটস
রাসেলের বোল্ডে শেষ নাইটদের ইনিংস
A match for the ages! ❤
PBKS hold their nerve and defend a mere 111 in a jaw-dropping thriller!😱#IndianPossible League#IPLonJioStar 👉 #DCvRR | WED, 16 APR | 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/iCPGkWw1aa
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
চাহালের জ্বলে উঠতেই শেষ নাইটরা
সেই সময় পরপর আউট হলেন- রাহানে (১৭), রঘুবংশী (৩৭), ভেঙ্কটেশ আইয়ার (৭), রিঙ্কু সিং (২), রমনদীপ সিং (০) ও হর্ষিত রানা (৩) । চাহাল তখন বিপজ্জনক হয়ে উঠেছেন। চাহালের বলে ফিরে গিয়েছেন রাহানে, রঘুবংশী, রিঙ্কু, রমনদীপ। ম্যাক্সওয়েল আউট করেন ভেঙ্কটেশকে।
দেখুন ম্যাচের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
Against all odds, they did it! ❤#PBKS script a heroic win, defending just 111 runs in one of the most thrilling matches in IPL history! 👏
Unreal scenes, unforgettable night #IndianPossibleLeague#IPLonJioStar 👉 #DCvRR | WED, 16 APR | 6:30 PM LIVE on Star Sports 1, Star… pic.twitter.com/IMsSOCbV36
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
শেষরক্ষা করতে পারলেন না রাসেল
শেষের দিকে এক ওভারে ১৬ রান তুলে নিয়ে একটা চেষ্টা করেছিলেন রাসেল। কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর্শদীপের বলে বৈভব আরোরা (০)-র আউটের পরের ওভারের মার্কো জেনসেনের প্রথম বলে রাসেল বোল্ড হতেই শেষ হয়ে নাইটদের ইনিংস।