Harshit Rana. (Photo Credits: X)

PBKS বনাম KKR, IPL 2025: গত মরসুমের চ্যাম্পিয়ন অধিনায়ককে এবার প্রতিপক্ষে পেয়ে জ্বলে উঠল নাইটরা। শূন্য রানে আউট হলেন শ্রেয়স আইয়ার। গত ম্যাচেই চিপকে চেন্নাই সুপার কিংসকে ১০৩ রানে বেঁধে রেখেছিলেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তী-রা। চিপকের ফর্মটাই মুল্লানপুরে নিয়ে এলেন নাইট বোলাররা। সব মিলিয়ে নাইটদের বোলিংয়ে এখন হাজার ওয়াটের আলো। বিনা উইকেটে ৩৯ থেকে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে বেজায় বেকাদায় পড়ে গিয়েছিল পঞ্জাব। এরপর ৪ উইকেটে ৭৪ থেকে ৮৬ রানে ৮ উইকেট হারিয়ে পুরোপুরি শেষ হয়ে যান শ্রেয়স আইয়ার-রা। শেষের দিকে শশাঙ্ক সিং (১৮) ও জেভিয়ার বারলেটে (১১)-র জন্য একশোর গণ্ডি টপকায় পঞ্জাব। অধিনায়ক (০) থেকে জোস ইংলিশ (২), গ্লেন ম্যাক্সওয়েল (৭)-র মত তারকারা ব্যর্থ হন। পঞ্জাবের সর্বোচ্চ রান প্রভসিমরন সিং (১৫ ৩০)-য়ের। শুরুটা ভাল করেও ১২ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হন প্রিয়াঙ্কংশ আরোরা।

হর্ষিত রানা নিলেন ৩ উইকেট, নারিনও বরুণ ২টি করে

দুরন্ত বোলিং করলেন কেকেআর পেসার হর্ষিত রানা। হর্ষিত ২৫ রান দিয়ে ৩টি উইকেট নিলেন। দুটি করে উইকেট নিলেন বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন। একটি করে উইকেট নিলেন বৈভব আরোরা ও অ্যানরিচ নোর্তজে।

দেখুন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

দেখুন কীভাবে আউট হলেন শ্রেয়স আইয়ার

 

কীভাবে তাসের ঘরের মত ভাঙল পঞ্জাবের ইনিংস

পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই দ্বিতীয় বলেই আউট করলেন কেকেআর পেসার হর্ষিত রানা। হর্ষিতের বলে দুরন্ত ক্যাচ লুফে শ্রেয়স আইয়ারের শূন্য রানে আউটের পিছনে নায়ক ফিল্ডার রমনদীপ সিং। শ্রেয়সের আউটের পর পঞ্জাবের ইনিংসে ধস নামে-পরপর আউট হন জোস ইংলিশ (২), প্রভসিমরন সিং (৩০), নেহাল ওয়াধেরা (১০), গ্লেন ম্যাক্সওয়েল (৭), মার্কো জেনসেন (৪)। বিনা উইকেটে ৩৮ থেকে ৫৪ রানে ৪ উইকেট হয়ে যায় পঞ্জাবের। এরপর ধস অব্যাহত থেকে ৮৬ রানের মধ্যে ৮ উইকেট হারায় কিংসরা। চিপকে ধোনিদেরও ঠিক একই রকম হাল করেছিলেন নাইটের বোলাররা।