PBKS বনাম KKR: শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে রান তাড়া করতে জিততে হবে নাইট রাইডার্সকে। মঙ্গলবার পয়লা বৈশাখে মুল্লানপুরে কলকাতার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করে দল ছেড়ে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকার চুক্তিতে প্রীতি জিন্টার দলে গিয়েছেন শ্রেয়স। শ্রেয়স বনাম আজিঙ্কা রাহানের নাইটের লড়াইয়ের দিকে তাকিয়ে সবাই। মুল্লানপুরের পিচে ২০০ রান করেও নিশ্চিত থাকা যাবে না।
মইন আলির জায়গায় খেলছে প্রোটিয়া পেসার
নাইট একাদশে একটি পরিবর্তন করা হয়েছে, পিচের কথা ভেবে ইংল্যান্ডের স্পিনার মইন আলির পরিবর্তে প্রোয়িটা পেসার অ্যানরিচ নোকিয়াকে প্রথম একাদশে রাখা হয়েছে। পঞ্জাব একাদশে দুটি পরবির্তন। অজি অলরাউন্ডার মার্কস স্টোয়নিসের জায়গায় খেলছেন অজি ব্য়াটার জোস ইংলিশ। অন্যদিকে, চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে যাওয়া লোকি ফার্গুসানের জায়গায় পঞ্জাবের হয়ে খেলছেন অজি পেসার জেভিয়ার বার্লেট।
কলকাতার একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, অ্যানরিচ নর্টজে (Anrich Nortje), বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব আরোরা।
(ইমপ্যাক্ট সাব- রঘুবংশী অঙ্গকৃশ)
পঞ্জাব কিংসের প্রথম একাদশ:
প্রিয়াঙ্কাশ আরিয়া,প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, জোস ইংলিশ, শশাঙ্ক সিং, জেভিয়ার বার্লেট, মার্কো জেনসেন, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
দেখুন দু দলের প্রথম একাদশ
Shreyas Iyer won the toss, & #PBKS will bat first! Here's a look at the Playing XIs! 📝
PBKS 👉 Josh Inglis replaces Marcus Stoinis & Xavier Bartlett comes in for Lockie Ferguson
KKR 👉 Anrich Nortje replaces Moeen Ali
Watch the LIVE action ➡ https://t.co/nrMztYaJQ8… pic.twitter.com/vzCEmVv9jM
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
লিগ তালিকায় কে কোথায়
৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে কলকাতা পাঁছ নম্বরে। সমসংখ্যাক ম্যাচে পঞ্জাব কিংসও ৬ পয়েন্টে। তবে নেট রানরেটে কলকাতা পাঁচ নম্বরে আছে।