নতুন দিল্লি, ১২ মে: ভারতীয় রেল ১২ মে থেকে ৩০ টি বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালানোর ঘোষণা করে। রেলওয়ে সুরক্ষা বাহিনীর ডিরেক্টর জেনারেল মঙ্গলবার জানান, স্টেশনগুলিতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেক যাত্রীর তথ্য তাদের রাজ্য সরকারের হাতে দেওয়া হবে। ডিজি আরপিএফ অরুণ কুমার জানান, "স্টেশনগুলিতে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্টেশনগুলিতে কুলি উপস্থিত না থাকি আমরা তাদের কিছুটা হেঁটে আসার অনুরোধ করেছি। আমরা প্রত্যেক যাত্রীর তথ্য তাদের রাজ্য সরকারের কাছে হস্তান্তর করব।"
ট্রেনের টিকিটগুলি অনলাইনে আইআরসিটিসি বিক্রি করবে। রাজধানী এক্সপ্রেস-সমমানের ট্রেনগুলি দিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং জম্মু তাবির মতো শহরগুলির জন্য নয়াদিল্লি থেকে ছাড়বে। ৩০ টি ট্রেনের মধ্যে ১৬ টি দৈনিক, ৮ টি দ্বি-সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে দু'বার এবং চারটি সাপ্তাহিক ট্রেন চলবে। প্রতিদিন ১৬ টি ট্রেনের মধ্যে রয়েছে নয়াদিল্লি-হাওড়া, হাওড়া-নয়াদিল্লি, নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল, মুম্বই মধ্য-নয়াদিল্লি, নয়াদিল্লি-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-নয়াদিল্লি, নয়াদিল্লি-বুভনেশ্বর, বুভনেশ্বর-নয়াদিল্লি, নয়াদিল্লি- ডিব্রুগড়, ডিগ্রুগড়-নয়াদিল্লি, আহমেদাবাদ-নয়াদিল্লি, নয়াদিল্লি-আহমেদাবাদ, নয়াদিল্লি-রাজেন্দ্র নগর টার্মিনাস, রাজেন্দ্র নগর টার্মিনাস-নয়াদিল্লি, জম্মু তাবি-নয়াদিল্লি এবং নয়াদিল্লি-জম্মু তাবি। আরও পড়ুন, ৩ ঘণ্টায় বিক্রি হল ৩০ হাজার রেল টিকিট, আইআরসিটিসির বিশেষ ট্রেনের বুকিংয়ে রেলের ঘরে ১০ কোটি টাকা
Health screening of passengers will be conducted at the stations. We have also requested them to travel light as no coolies are available at stations. We will be handing over the data of each and every passenger to their state government: Arun Kumar, DG Railway Protection Force pic.twitter.com/0jMI6sbL88
— ANI (@ANI) May 12, 2020
এদিকে গতকাল আইআরসিটিসি বিশেষ ট্রেনের বুকিং (train bookings) খুলতেই তিন ঘণ্টায় ৩০ হাজার টিকিট বুক হয়ে গেল। ৫৪ হাজারেরও বেশি যাত্রী বুকিং করে ফেলেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে এই এসি ট্রেনের টিকিট বুকিং থেকে রেলের ঘরে এলো ১০ কোটি টাকা। বুকিং শুরুর ১০ মিনিটের মধ্যেই এসি-ওয়ান ও এসি-থ্রি র সমস্ত টিকিট বুক হয়ে যায়। ১৫ জোড়া বিশেষ ট্রেনের বুকিং সন্ধ্যা ছটার পরে বন্ধ করে দিতে হয়। কেননা ততক্ষণে আইআরসিটিসি-র বুকিং ওয়েবসাইটে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। রাত নটার পর চেন্নাই থেকে ফেরার ট্রেনের বুকিং শুরু হয়। টিকিট বুকিংয়ের সময় যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁরা টুইটারে অভিযোগও জানিয়েছেন।