ফাইল ফোটো (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ মে: আইআরসিটিসি বিশেষ ট্রেনের বুকিং (train bookings) খুলতেই তিন ঘণ্টায় ৩০ হাজার টিকিট বুক হয়ে গেল। ৫৪ হাজারেরও বেশি যাত্রী বুকিং করে ফেলেন। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে এই এসি ট্রেনের টিকিট বুকিং থেকে রেলের ঘরে এলো ১০ কোটি টাকা। বুকিং শুরুর ১০ মিনিটের মধ্যেই এসি-ওয়ান ও এসি-থ্রি র সমস্ত টিকিট বুক হয়ে যায়। ১৫ জোড়া বিশেষ ট্রেনের বুকিং সন্ধ্যা ছটার পরে বন্ধ করে দিতে হয়। কেননা ততক্ষণে আইআরসিটিসি-র বুকিং ওয়েবসাইটে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। রাত নটার পর চেন্নাই থেকে ফেরার ট্রেনের বুকিং শুরু হয়। টিকিট বুকিংয়ের সময় যাঁরা সমস্যায় পড়েছেন, তাঁরা টুইটারে অভিযোগও জানিয়েছেন।

রবিবার কেন্দ্রের ঘোষণা, ১২-মে পর ধীরে ধীরে যাত্রীবাহী ট্রেনের পরিষেবা চালু হবে। দেশের ১৫টি রুটে চলবে বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন। সব ট্রেন নতুন দিল্লি থেকে পথ চলা শুরু করবে। গন্তব্যে পৌঁছানোর পর সেখান থেকে যাত্রী নিয়ে ট্রেন দিল্লিতেই ফিরবে। এই ট্রেনগুলি রাজধানী এক্সপ্রেসের সমতুল্য। তবে মঙ্গলবার দিল্লি থেকে চালু হওয়া এই ১৫ জোড়া বিশেষ বাতানুকূল ট্রেনের যাত্রীদের খাবার কম্বল কোনও কিছুই সরবরাহ করবে না আইআরসিটিসি। আরও পড়ুন-Donald Trump: চলতি সপ্তাহে মার্কিন মুলুকে ১০ মিলিয়ন কোভিড টেস্ট সম্পূর্ণ হবে, সাংবাদিকদের বললেন ডোনাল্ড ট্রাম্প

মহামীর করোনাভাইরাসের মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে দেশে ট্রেন চলাচল বাতিল হয়েছে। গত ১ মে থেকে রেল শ্রমিক বিশেষ ট্রেন চালাচ্ছে। সাধারণত লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিক, পড়ুয়া, ট্যুরিস্ট ও তীর্থাত্রীদের নিজের রাজ্যে ফেরাতেই এই বিশেষ ট্রেন চালু হয়েছে।