অনাহারের প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ অক্টোবর: ২০২০-র গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট (Global Hunger Index 2020) দেখলে মরমে মরতে হবে। ভারতের মানুষ এক পেট খিদে নিয়েই প্রতি রাতে ঘুমোতে যায়। খিদের পৃথিবীতে জায়গা করে নেওয়া ১০৭টি দেশের তালিকার ৯৪ নম্বরে রয়েছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ। ২০২০-র গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্টের ভিত্তিতে ভারতের থেকে অনেক ভাল অবস্থায় রয়েছে দক্ষিণ এশিয়ার আরও তিন প্রতিবেশী দেশ নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ। তবে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের ২০১৯-এর রিপোর্টের থেকে চলতি বছরের রিপোর্টে বেশ খানিকটা উন্নতি লক্ষ্যণীয় বলে কেউ কেউ দাবি করতে পারেন। সেনিয়ে কিছু বলার আগে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে গতবছর গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের তালিকায় ছিল ১১৭টি দেশ। আরও পড়ুন-Dilip Ghosh Tests Corona Positive: করোনাভাইরাসে আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

সেই তালিকার ১০২ নম্বরে ছিল ভারত। এবার গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের তালিকায় জায়গা পেয়েছে ১০৭টি দেশ। আর সেই তালিকার ৯৮ স্থান দখল করা ভারতকে কোনওভাবেই বাহবা দেওয়া যায় না। ২০২০-র গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। এর মধ্যে ৩৭.৪ শতাংশ শিশু পেটপুরে খেতে পায় না। ১৯৯১-২০১৪ এই সময়সীমায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানের শিশুদের বেড়ে ওঠার পিছনে সেই সব পরিবারের ভূমিকা বিরাট। স্বল্প শিক্ষিত মা, সংসারে অভাব, অনটন, দারিদ্রের গ্রাস সবমিলিয়েই সেই পরিবারের শিশুর শারীরিক পুষ্টির ছবি প্রকট হয়ে ওঠে। এদিকে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভাল ফল করা দেশ অর্থাৎ ব়্যাংকিংয়ে প্রথম দিকে আসা দেশগুলির তালিকায় রয়েছে বেলারুস, রাশিয়া, চিন, কিউবা, কুয়েত, তুরস্ক, রোমানিয়া, ইউক্রেন ও ব্রাজিল।