কলকাতা, ১৭ অক্টোবর: করোনাভাইরাসে (COVID-19)আক্রান্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ভর্তি করা হয়েছে সল্টলেকের আমরি হাসপাতালে (AMRI hospital)। দিলীপবাবুর ১০২ জ্বর রয়েছে।
ন কয়েক আগে দিলীপ ঘোষের অসুস্থতার খবর মিলেছিল। সমস্ত কর্মসূচি বাতিল করে নিভৃতবাসে চলে গিয়েছিলেন। শুক্রবার ১০টা নাগাদ জ্বর নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতাল ভর্তি হন দিলীপবাবু। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, ১০২ ডিগ্রি জ্বর রয়েছে দিলীপ ঘোষের। এইচডিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। শরীরে অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক।আরও পড়ুন: NEET 2020 Results Declared: নিটে ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়ে ইতিহাস গড়লেন ওড়িশার শোয়েব আফতাব
জানা গিয়েছে, রাজ্য বিজেপি–র শীর্ষ নেতা দিলীপ ঘোষকে রাখা হয়েছে এইচডিএই–তে। স্বাভাবিকভাবেই তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তবে দিলীপের শারীরিক অবস্থা এখন সংকটজনক নয় বলে আমরি সূত্রে জানা গেছে।