নয়াদিল্লি: এবার থেকে আর্থিক তছরূপ বিরোধী আইন (Anti Money laundering law) মেনেই করতে ক্রিপ্টোকারেন্সির (cryptocurrencies) লেনদেন। বুধবার অর্থ মন্ত্রকের তরফে জারি করা গেজেটেড নোটিফিকেশনে নতুন এই নিয়মের কথাই জানানো হল।
ওই নির্দেশিকায় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি ভারচুয়াল সম্পত্তি (Virtual Asset)-র লেনদেনের ক্ষেত্রেও এবার থেকে কার্যকর হবে আর্থিক তছরূপ আইন সংক্রান্ত বিধিনিষেধ (money laundering provisions)। সরকারের তরফে জানা গেছে, ডিজিটাল সম্পদের উপর নজরদারি বাড়াতেই নতুন নির্দেশিকা আনা হচ্ছে। তাছাড়াও ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) দেদার দুর্নীতি আটকাতেও কড়া পদক্ষেপ করা হচ্ছে।
বর্তমানে ভারতের বর্তমান প্রজন্ম ক্রিপ্টোকারেন্সিতে লগ্নি করার দিকে যথেষ্ট আগ্রহী। তাঁদের উদ্দেশে সতর্কবার্তায় কেন্দ্রের তরফে বলা হচ্ছে, যে কোনও ধরণের তথ্য, নম্বর বা টোকেন এই সমস্ত ক্ষেত্রে আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকা দরকার। আয়কর আইনের আওতায় পড়বে এই আর্থিক লেনদেনগুলি। ডিজিটাল সম্পদ কেনাবেচার আগেও সাবধান হয়ে আর্থিক লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত আর্থিক তছরুপের মামলার তদন্তের দায়িত্বে থাকে ইডি। ভারতে ব্যবসাকারী কয়েনসুইচ কুবেরের মতো একাধিক ক্রিপ্টোকারেন্সি সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। এবার নয়া নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হল, আর্থিক তছরুপের অভিযোগে যে কোনও অভিযুক্তের বিরুদ্ধেই পদক্ষেপ করা যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ভারচুয়াল সম্পদের আদানপ্রদানের বিষয়টি আর্থিক তছরুপের আওতায় আসতে চলেছে।
The government has imposed money laundering provisions on cryptocurrencies or virtual assets as it looks to tighten oversight of digital assets. Read more here#cryptocurrencies #Crypto https://t.co/fRRe83rv2y
— The Telegraph (@ttindia) March 8, 2023