নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) উত্তাপে ঝলসে উঠেছে সমগ্র দেশ (India)। দেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে বিক্ষোভ। বাদ নেই শিক্ষাঙ্গনও। তাই এই অশান্ত পরিবেশ রুখতে আজ সোমবার দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে উপদেষ্টা কমিটি বহাল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। উপদেষ্টায় বলা হয়েছে দেশজুড়ে জনজীবন এবং সাধারণ মানুষের সম্পত্তির সুরক্ষা দেবে সরকার।
উপদেষ্টায় এও উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক এই আইন বিরোধী বিক্ষোভের সমস্ত ঘটনার খতিয়ান রাখবে। সহিংসতা রোধে সরকারের হস্তক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। এই কমিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে হিংসা ও জনসাধারণের সম্পত্তির ক্ষয়ক্ষতি বিবেচনা করবে। নাগরিকদের (Citizen) জীবনে সুরক্ষা নিশ্চিত করবে। জীবনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে দেবে। সংবাদ সংস্থা এ এন আই কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন টাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রে জানা গিয়েছে, "আইন-শৃঙ্খলা, শান্তি এবং জনসাধারণের স্বস্তি বজায় রাখতে রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করা থেকে গুজব ছড়ানো, এই সমস্ত কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।" আরও পড়ুন: Unnao Rape Case: আজ উন্নাও অপহরণ ও গণধর্ষণ মামলার রায়, তিস হাজারি কোর্টে অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গার
MHA sources: MHA has issued an advisory to States&UTs, in view of incidences of violence&damage to public property being reported from some parts of the country, it's imperative all required measures be taken to contain violence,ensure protection of life & safety of citizens.
— ANI (@ANI) December 16, 2019
এদিকে পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বলেই মত বিভিন্ন মহলে। স্বাভাবিক জীবনে ফিরছে গুয়াহাটি (Guwahati), ডিব্রুগড় (Dibrugarh) সহ অসমের (Assam) বহু এলাকা। আজ সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিথিল থাকবে কার্ফু (Curfew) বলে জানিয়েছেন অসম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজীব সাইকিয়া (Rajiv Saikia)। গতকাল রবিবার সকাল ৭ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কার্ফু শিথিল রাখা হয়েছিল। শনিবারও সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কার্ফু শিথিল ছিল। আজ রাত ৯ টার পর থেকে আবার কার্ফু জারি করা হবে।