Credits: Pixabay

দিল্লি, ৩ জানুয়ারি: শীতকালে (Winter) বেড়ে যায় হার্ট অ্যাটাক (Heart Attack)।  শীতকালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বিপুলভাবে বেড়ে যায়। এমনই জানালেন দিল্লির (Delhi) অ্যাপলো হাসপাতালের চিকিৎসক তরুণ সাহনি। শীতকালে যেমন মানুষের শরীরে রক্ত জমাট বাধার প্রবণতা বেড়ে যায়, তেমনি যাঁদের ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে, তাঁদের শরীরও খারাপ হতে শুরু করে। ফলে যে কোনও সময় এই ব্লাড প্রেসারের প্রভাব মস্তিষ্কে পড়তে পারে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশে। ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার আশঙ্কার জেরেই হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওরের প্রবণতা বেড়ে যায় বলে জানান চিকিৎসক তরুণ সাহনি। ফলে যাঁদের ফুসফুসে সমস্যা রয়েছে, তাঁরা শীতকালে অত্যন্ত সাবধানে থাকুন। সাবধানতা অবলম্বন করুন বলে জানান এই চিকিৎসক।

শুধু তাই নয়, শীতকালে যখন সূর্য উঠবে, একমাত্র তখনই ফুসফুসের সমস্যায় আক্রান্তরা বাইরে বের হন। সূর্যের মুখ দেখা না গেলে, ফুসফুসের সমস্যায় আক্রান্তরা কোনওভাবে ঘরের বাইরে বেরোবেন না। পাশাপাশি দূষণ কম থাকলে তবেই বাইরে বেরিয়ে শরীর চর্চা করুন বলেও জানান চিকিৎসক তরুণ সাহনি।

শুনুন চিকিৎসক তরুণ সাহনি কী জানালেন...

 

দূষণের মাত্রা বেশি থাকলে এবং সেই সঙ্গে শীতের প্রকোপ থাকলে, মাস্ক পরে তবেই ঘরের বাইরে বের হন। ফুসফুসের সমস্যায় আক্রান্তদের একাধিক নিয়ম মেনে তবেই শীতকাল কাটানো উচিত বলে জানান চিকিৎসক তরুণ সাহনি।