গিরনার, ১২ সেপ্টেম্বর : Lions Roaming in City Near Girnar-রাস্তায় কুকুর, গরু, ছাগলের দেখা প্রায় সব রাজ্যেই মেলে। তবে শহরের রাস্তা দিয়ে দুলে দুলে হেঁটে যাচ্ছে সিংহ! এমনটা কল্পনা করতে পারছেন? তবে সেটাই হয়েছে। জঙ্গল ছেড়ে শহরের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একদল সিংহ। এমনই ছবি ধরা পড়েছে গুজরাটের (Gujrat) গিরনারে (Girnar)। প্রবীণ কাসওয়ান নামে এক ব্যক্তি টুইটারে সিংহের রাস্তায় দাপানোর ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, কমপক্ষে ৭টি সিংহ জঙ্গল ছেড়ে শহরের রাস্তায় ঘোরাঘুরি করছে। ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জঙ্গলে। সেই কারণে বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাপন প্রভাবিত।

গত কয়েকদিনের ভারী বৃষ্টির জেরে গুজরাটের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে নর্মদা নদীর (Narmada River) জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভারুচ জেলার বেশ কয়েকটি এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সংবাদসংস্থা ANI জানিয়েছে, ২৩টি গ্রামের প্রায় ৪ হাজার বাসিন্দাকে এখনও পর্যন্ত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিপদসীমার চেয়ে অনেক বেশি উপরে বইছে নর্মদা। তবে পরিস্থিতি স্থিতিশীল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) মোট ৩টি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সরকারি তরফে। আরও পড়ুন :  Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে যা পূর্বাভাস করল হাওয়া অফিস

দেখুন ভিডিও : 

বুধবার আবহাওয়া অফিস ভারুচ ও সুরাটে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। আনন্দ, বরোদা, নর্মদা, ডাঙ্গস, নাভসারি, ভালসাদ ও তাপির মতো এলকায় কমলা সতর্কতা জারি করা হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশ, পাটনের সাঁওতালপুরের কাছে ঝাজামে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নাভসারি জেলার গানদেবীর কাছে খাপারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার নর্মদার জলস্তর বাড়ার কারণে সর্দার সরোবর বাঁধে বসবাসকারী ১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।