ফাইল চিত্র।

আমেদাবাদ, ১১ নভেম্বর: করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়া থেকে মোরাবিতে সেতু বিপর্যয়, রাজ্যের বেকারত্ব, নিত্য প্রয়োজীয় জিনিসের আকাশছোঁয়া দাম-গুজরাট বিধানসভায় বিজেপি-সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হওয়া রয়েছে। তবে তা সত্ত্বেও ফের একবার নিজের রাজ্যে জিততে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-রা। ডেমোক্রেসি টাইমস নেটওয়ার্ক নামের এক সংস্থার সমীক্ষায় প্রকাশ আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি-র মধ্যে বিজেপি ১৩১টি আসনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে। যেখানে গতবার বিজেপি জিতেছিল ৯৯টি-তে। সমীক্ষায় প্রকাশ, এবার কংগ্রেস গুজরাটে জিততে চলেছে ৪৬টি আসনে। যেখানে গতবার রাহুল গান্ধীর নেতৃত্বে প্রচারে ঝড় তুলে গুজরাটে কংগ্রেস পেয়েছিল ৭৭টি আসন।

এবার বারবার দিল্লি থেকে গুজরাটে ছুটে এসে প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছে আম আদমি পার্টি (আপ)। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল এবার গুজরাটে মাত্র ৩ থেকে ৫টি আসনে জিততে পারে। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, বিরোধীদের ছন্নছাড়া দশার সুযোগ নিয়ে এবার গুজরাট নির্বাচনে গেরুয়া ঝড় উঠতে চলেছে বলে সমীক্ষায় প্রকাশ। যদিও এটা ঠিক, নির্বাচনের আগে এখন বেশিরভাগ সমীক্ষাই রাজনৈতিক দলগুলি নিজেদের প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাব খাটাতে করে থাকে। আরও পড়ুন-অবিরাম বৃষ্টির জেরে মাদুরাই ও শিবগঙ্গায় বন্ধ হয়ে গেল স্কুল-কলেজ , তামিলনাড়ু উপকূলে ভারী বৃষ্টির আশঙ্কা

দেখুন টুইট

এদিকে, গতকাল গুজরাটে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। ১৮২-টির মধ্যে ১৬০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ঘাটলোদিয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও টিকিট পেয়েছেন কংগ্রেস থেকে আসা পাতিদার নেতা হার্দিক প্যাটেল-ও। ভিরামগান কেন্দ্র থেকে ভোটে লড়বেন তিনি। মোরবি সেতু দুর্ঘটনায় প্রাক্তন বিধায়ক কান্তিলাল আম্রুতিয়া নামে যে ব্যক্তি দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন, তাঁকে টিকিট দিল বিজেপি। মোরবির বর্তমান বিধায়ক ব্রজেশ মেজরাকে বসিয়ে দিয়ে এবার সেখানে কান্তিলালকে টিকিট দেয় বিজেপি। সেতু বিপর্যয়ে ড্যামেজ কন্ট্রোল করতেই পদ্মশিবিরের প্রার্থী নিয়ে এই স্ট্র্যাটেজি সেটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, মোরবি সেতু দুর্ঘটনার জেরে সম্প্রতি ১৪১ জনের মৃত্যু হয়।