মহিলা যাত্রীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের (Sealdah Division) শহরতলীতে চলাচলকারী 3 Phase Electric Multiple Unit বা EMU রেকে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বৃদ্ধি করা করা হচ্ছে। আগে ৯ বগি EMU লোকাল ট্রেনে মহিলাদের জন্য দুটি সংরক্ষিত কোচ থাকলেও বর্তমানে চলা ১২ বগির EMU লোকালে তা তিন বগি করা হচ্ছে। বর্তমানে EMU লোকালের উভয় প্রান্তের দ্বিতীয় কোচটি মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে।  এর পাশাপাশি বর্তমানে 3 Phase EMU লোকালের উভয় প্রান্তের তৃতীয় কোচের একটা অংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। অতিরিক্ত মহিলা কোচ চালু হলে মহিলারা আরও স্বাধীন ও নিরাপদে যাতায়াত করতে পারবেন এবং যৌন হয়রানির ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, শিয়ালদা মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রতিদিন প্রচুর সংখ্যক মহিলা যাত্রী চলাচল করেন। বর্তমানে কিছু মাতৃভূমি লোকাল (Matri Bhumi Local) চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা অনেকটাই অপ্রতুল হওয়ায় এই কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে রেলের তরফে জানানো হয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)